বর্ধমানে জাতীয় সড়কে ট্যাঙ্কার উল্টে বিপত্তি, ছড়িয়ে পড়ল গরম পিচ
নিজস্ব প্রতিবেদন: উল্টে গেল গরম পিচ বোঝাই গাড়ি। আর তার জেরে বিপত্তি বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কে। ফিরে এল বছর দুয়েক আগের দুর্ঘটনার স্মৃতি।
বর্ধমানের বেচারহাটের কাছে ২ নম্বর জাতীয় সড়কে পিচ বোঝাই গাড়িটিকে পিছন থেকে মারে একটি পেট্রোলিয়ামবাহী ট্যাঙ্কার।
দুর্ঘটনার জেরে উল্টে যায় পিচ বোঝাই গাড়িটি। ২ নম্বর জাতীয় সড়কে ছড়িয়ে পড়ে গরম পিচ। জলের স্ত্রোতের মতো গরম পিচ গড়িয়ে যায় সড়কের পাশে নয়ানজুলিতে।
ঘটনায় জখম হয়েছেন ট্যাঙ্কার চালক। দুর্ঘটনার জেরে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল স্তব্ধ হয়ে যায়।