তারাপীঠে সেজে উঠেছে বিগ্রহ, পঞ্চ ব্যঞ্জনে ভোগ নিবেদন তারামাকে
কালীপুজো উপলক্ষে ভক্তের ঢল তারাপীঠে। সেজে উঠেছে বিগ্রহ। করোনা পরিস্থিতিতে ভিড় নিয়ন্ত্রণে সতর্ক রয়েছে প্রশাসন থেকে মন্দির কর্তৃপক্ষ। (ছবি- কমলাক্ষ ভট্টাচার্য)
ভক্তদের নিয়ে আসা ফুল, মালা স্যানিটাইজ করার পর তারপরই পরানো হচ্ছে প্রতিমার গলায়। সংক্রমণ যাকে কোনওভাবেই না ছড়িয়ে পড়ে, তাই সতর্কতার সঙ্গে মেনে চলা হচ্ছে সমস্ত করোনা বিধি। (ছবি- কমলাক্ষ ভট্টাচার্য)
করোনা পরিস্থিতিতে বাধ্যতামূলক মাস্ক। মুখে মাস্ক পরেই পুজো করছেন পুরোহিতরা। (ছবি- কমলাক্ষ ভট্টাচার্য)
তারামাকে ভোগ দেওয়ার জন্য মূল মন্দিরে ভোগ নিয়ে যাচ্ছেন সেবায়েতরা। (ছবি- কমলাক্ষ ভট্টাচার্য)
তারামাকে ভোগ দেওয়ার জন্য রাঁধা হয়েছে পঞ্চ ব্যঞ্জন। (ছবি- কমলাক্ষ ভট্টাচার্য)
কালীপুজো উপলক্ষে এদিন তারাপীঠে ভক্তের ঢল। সকাল থেকেই আসতে শুরু করেন ভক্তরা। বেলা যত গড়ায়, তত ভিড় বাড়তে থাকে। (ছবি- কমলাক্ষ ভট্টাচার্য)