DA Movement: ডিএ ধর্মঘটের জেরে শোকজ, ঢাক-ঢোল পিটিয়ে জবাব দিতে ডিআই অফিসে শিক্ষকরা....
পার্থ চৌধুরী: কেউ শিক্ষক, তো কেউ শিক্ষাকর্মী। সঙ্গে গ্রন্থাগারিকরাও। 'শো-কজ উৎসবে' মেতে উঠলেন সকলেই! রীতিমতো ঢাক-ঢোল পিটিয়ে মিছিল করে পৌঁছে গেলেন ডিআই অফিসে। হাতে জবাবি চিঠি।
বকেয়া DA মিলবে কবে? অনশন কর্মসূচি আপাতত স্থগিত। তবে ধর্মতলায় সরকারি কর্মচারীদের ধরনা চলছে এখনও।
১০ ফেব্রুয়ারি আবার রাজ্যজুড়ে ধর্মঘটে শামিল হয়েছিলেন DA আন্দোলনকারী। সেদিন যাঁরা অফিসে গরহাজির ছিলেন, সেইসব সরকারি কর্মচারীদের শোকজ করেছে নবান্ন।
পূর্ব বর্ধমান জেলায় শোকজের মুখে পড়েছেন আড়াই হাজার সরকারি কর্মচারী। রেহাই পাননি শিক্ষক, শিক্ষাকর্মী ও গ্রন্থাগারিকরাও।
এদিন বর্ধমান শহরে শোকজের জবাব দেওয়ার জন্য জড়ো হন জেলার সমস্ত শিক্ষক, শিক্ষাকর্মী ও গ্রন্থাগারিকরা। ঢাক-ঢোল পিটিয়ে মিছিল করে তাঁরা যান ডিআই অফিসে।
কেন? বর্ধমানে DA আন্দোলনের নেতা বৈদ্যনাথ দত্ত জানান, 'ধর্মঘট মৌলিক অধিকার। দেড় লক্ষ মানুষ ধর্মঘটে শামিল হলেও, শোকজ করা হয়েছে মাত্র ২৫০০ জনকে। তাঁরা নিজেদের সৌভাগ্যবান বলে মনে করছেন'।
স্রেফ শো-কজ নয়, বকেয়া DA-র দাবিতে যাঁরা ধর্মঘটে শামিল হয়েছিলেন, সেইসব কর্মচারীর ১ দিনে বেতন কাটা নির্দেশিকা জারি করেছে নবান্ন। সঙ্গে ১ দিনের ছুটিও।