শিক্ষক দিবসে জেনে নিন সর্বপল্লী রাধাকৃষ্ণণ সম্পর্কে দু-চার কথা
![সর্বপল্লী রাধাকৃষ্ণণ সর্বপল্লী রাধাকৃষ্ণণ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/09/05/207175-1.jpg?im=FitAndFill=(500,286))
আজ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের ১৩১তম জন্মদিন। তাঁর জন্মদিনটি গোটা দেশে শিক্ষক দিবস হিসাবে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালিত হয়।
![সর্বপল্লী রাধাকৃষ্ণণ সর্বপল্লী রাধাকৃষ্ণণ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/09/05/207174-2.jpg?im=FitAndFill=(500,286))
ডঃ রাধাকৃষ্ণণের ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি।
![সর্বপল্লী রাধাকৃষ্ণণ সর্বপল্লী রাধাকৃষ্ণণ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/09/05/207173-3.jpg?im=FitAndFill=(500,286))
১৮৮৮ সালের ৫ সেপ্টেম্বর তামিলনাডুর তিরুট্টানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।
ডঃ রাধাকৃষ্ণণের লেখা প্রথম গ্রন্থের নাম ‘দ্য ফিলোজফি অব রবীন্দ্রনাথ টেগোর’ (The Philosophy of Rabindranath Tagore)।
১৯৩৭ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনিত হন। ১৯৫৪ সালে তিনি ভারতরত্ন উপাধি পান।
১৯৬২ সালের ১৪ মে ডঃ রাধাকৃষ্ণণ ভারতের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হন। ওই বছর থেকেই তাঁর জন্মদিনটি ভারতে শিক্ষক দিবস হিসাবে পালিত হয়ে আসছে।