Abhijit Ganguly: সোমবার বড় পদক্ষেপ, প্রাক্তন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের বাড়ি ঘেরাও চাকরিহারা শিক্ষকদের একাংশের
তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির অঙ্গুলিহেলনে রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি যেতে বসেছে। এমনটাই অভিযোগ চাকরিহারা শিক্ষকদের একাংশের। তারই প্রতিবাদে ২৮ এপ্রিল থেকে তমলুক হাসপাতাল মোড়ে অবস্থান বিক্ষোভে বসেছে চাকরিহারা শিক্ষক ও পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিনিধিরা।-তথ্য-কিরণ মান্না
আগামী সোমবার ২৬ হাজার শিক্ষকের মামলায় রায় রয়েছে। সেদিনই তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তমলুকের বাসভবন ঘেরাও এর ডাক দেওয়া হয়েছে। -তথ্য-কিরণ মান্না
কয়েক দিন আগেই কলকাতা হাইকোর্টে আইনজীবী ও সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ দেখায় চাকরিহাররা। -তথ্য-কিরণ মান্না
শনিবার পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মইদুল ইসলাম জানান, তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি রাজ্যের শিক্ষকদের প্রতি এবং শিক্ষা ব্যবস্থার সঙ্গে দ্বিচারিতা করেছেন। এর প্রতিবাদ জানাতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভের পাশাপাশি আগামী সোমবার অভিজিৎ গাঙ্গুলির তমলুকের বাসভবন ঘেরাও করার ডাক দেওয়া হয়েছে। রাজ্যের চাকরি হারা শিক্ষকদের একাংশ ও তাদের পরিবাররা উপস্থিত থাকবেন। -তথ্য-কিরণ মান্না
মইদুল ইসলাম আরও বলেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মদতে এই ধরনের নোংরামি শিক্ষা ব্যবস্থার উপর করে চলেছে। তার প্রতিবাদ জানাই। দাবদাহের মধ্যেও হাজার হাজার শিক্ষক তারা প্রতিবাদে সামিল হয়েছেন। অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। তা সত্ত্বেও অবস্থান বিক্ষোভ জারি রিয়েছে। অভিজিৎ গাঙ্গুলি ও শুভেন্দু অধিকারী দুজনেই প্রস্তুত থাকুন চাকরি হারা শিক্ষকদের মুখোমুখি হওয়ার জন্য। এদিকে যোগ্য শিক্ষক শিক্ষিকা মঞ্চের তরফে বলা হয়েছে কারও বাড়ি ঘেরাও কর্মসূচি গ্রহণ করা হয়নি। কিছু লোক উদ্দেশ্য প্রণোদিতভাবে এর মধ্যে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের গুলিয়ে দিতে চাইছেন। ১৯০০০ যোগ্য শিক্ষক শিক্ষিকা এই ধরনের কর্মসূচির সঙ্গে জড়িত নন। সমর্থনও করেন না। -তথ্য-কিরণ মান্না