ইডেন গার্ডেন্সে কর্ণাটককে দুরমুশ করে ফাইনালে ওঠার আনন্দে মেতে উঠলেন ইশান-মুকেশ-অনুষ্টুপরা
কর্ণাটককে হারিয়ে ১৩ বছর পর রঞ্জি ফাইনালে উঠল বাংলা। সাক্ষী থাকল ইডেন গার্ডেন্স।
মুকেশ কুমারের আগুনে পেসে মঙ্গলবার ম্যাচের চতুর্থ দিনের সকালেই শেষ কর্ণাটকের দ্বিতীয় ইনিংস।
৩৫২ রান তাড়া করতে নেমে ১৭৭ রানেই গুটিয়ে যায় কর্ণাটকের দ্বিতীয় ইনিংস। ১৭৪ রানে ম্যাচ জিতে নেয় বাংলা।
দ্বিতীয় ইনিংসে একাই ৬টি উইকেট নেন বাংলার মুকেশ কুমার। ইশান পোড়েল এবং আকাশ দীপ দ্বিতীয় ইনিংসে নেন ২টি করে উইকেট।
প্রথম ইনিংসে ইশান পোড়েল নিয়েছিলেন ৫টি উইকেট। বাংলার তিন পেসারই পার্থক্য গড়ে দেন।
অনুষ্টুপ মজুমদারের ১৪৯ রানের দুরন্ত ইনিংসই খাদের কিনারা থেকে বাংলাকে টেনে তোলেন। ম্যাচের সেরাও হয়েছেন তিনি।
১৩ বছর পর রঞ্জির ফাইনালে উঠল বাংলা। গোটা দলকে শুভেচ্ছা জানান সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া।
ম্যাচ জিতে বাংলার কোচ অরুণ লাল বলেন, নাম দিয়ে ক্রিকেট খেলা হয় না, ক্রিকেটটা ময়দানে খেলা হয়। আর প্রথম দিন থেকেই ছাত্রদের যা বলেছিলেন সেটাই অক্ষরে অক্ষরে পালন করেছেন অভিমন্যু, অনুষ্টুপ, ইশানরা।
ইডেনের দর্শকদের সঙ্গে সেলফি তুললেত দেখা গেল অনুষ্টুপ-ইশানকে।
সেলফি থেকে অটোগ্রাফ সবকিছুই সমর্থকদের বিলিয়ে দিলেন বাংলার ক্রিকেটাররা।