কাজ সহজ ছিল না! অজিদের রক্তচক্ষু এড়িয়ে কীভাবে জয় ছিনিয়ে নিল Team India,দেখুন

Tue, 19 Jan 2021-2:48 pm,

ব্রিসবেনে জোস হেজেলউডের বলে মিড অফে ড্রাইভ ঋষভ পন্থের। বল বাউন্ডারি ছুঁতেই ডনের দেশে ঐতিহাসিক টেস্ট জয় টিম ইন্ডিয়ার।

বাউন্ডারির বাইরে তখন রাহানে, সিরাজ, শর্দুলরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। গাব্বায় জেতার সঙ্গে সঙ্গেই মাঠে ছুটে গেলেন সবাই।

শুভমান গিলের ৯১, পূজারার ৫৬ ভরসা দিয়েছিল। পন্থের অপরাজিত ৮৯ রানের দাপুটে ইনিংসে জয় ভারতের।

শেষ মুহূর্তে মাথা ঠান্ডা রেখে ম্যাচ বের করে নায়ক তখন ঋষভ পন্থ। সিরাজ তাঁকে জড়িয়ে ধরলেন।

ব্রিসবেন গাব্বা মানেই অজিদুর্গ। ১৯৮৮ সালের পর এখানে যে আর টেস্ট হারেনি অস্ট্রেলিয়া। সেখানেই তেরঙ্গা ওড়াল আনকোরা টিম ইন্ডিয়া।

 

২০১৮-১৯ মরসুমে স্মিথ-ওয়ার্নারহীন অস্ট্রেলিয়াকে হারিয়ে ডনের দেশে প্রথম টেস্ট সিরিজ জিতেছিল কোহলির ভারত। এবার স্মিথ-ওয়ার্নার সমৃদ্ধ অস্ট্রেলিয়াকে তাদের দেশেই হারাল কোহলিহীন রাহানের টিম ইন্ডিয়া।

 

অ্যাডিলেডে প্রথম টেস্টে হার। দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে অল আউটের লজ্জা নিয়ে দেশে ফিরে যান অধিনায়ক বিরাট কোহলি।

০-১ এ টেস্ট সিরিজে পিছিয়ে থেকে মেলবোর্নে বক্সিং ডে টেস্ট জিতে সিরিজে সমতা ফেরায় রাহানের ভারত।

সিডনিতে ড্র যেন ছিল জয়েরই সমান। শেষ দিনে দাঁতে দাঁত চেপে লড়াই করে টেস্ট ম্যাচ বাঁচায় চোট জর্জরিত অশ্বিন-বিহারী।

 

গাব্বায় সিরিজের শেষ টেস্টে শেষ দিনে অজিদের কফিনে শেষ পেরেক পুঁতে দিল টিম ইন্ডিয়া। অজিদের ডেরায় কলার উঁচিয়ে জয় ছিনিয়ে নিলেন পূজারা, পন্থ, রাহানেরা।

চোট আঘাতে জর্জরিত টিম ইন্ডিয়ার সাতজন  ক্রিকেটারকে ছাড়াই টেস্ট জয় রাহানের দলের।

 

২-১ ব্যবধানে সিরিজ জিতে আইসিসি টেস্ট ক্রম তালিকায় দু নম্বরে উঠে এল টিম ইন্ডিয়া। আর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় পয়েন্ট এবং জয়ের শতাংশ হিসেবে এক নম্বরে উঠে এল টিম ইন্ডিয়া।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link