বিরাট কোহলিদের জার্সিতে বিশেষ লোগো! দেশবাসীকে বার্তা দিল টিম ইন্ডিয়া
বিশাখাপত্তনম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশেষ লোগো লাগানো জার্সি পরে মাঠে নেমেছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। জার্সির হাতে লাগানো রয়েছে সেই বিশেষ লোগো।
স্বচ্ছ ভারত অভিযান-এর পাঁচ বছর পূর্ণ হয়েছে। তার জন্য ভারতীয় দলের ক্রিকেটারদের জার্সিতে স্বচ্ছ ভারত অভিযান-এর লোগো লাগানো ছিল।
বিরাট কোহলি, মহম্মদ শামি ও অজিঙ্ক রাহানের একটি ছবি পোস্ট করেছে বিসিসিআই। আর সেখানেই জার্সিতে বিশেষ লোগো লাগানোর ব্যাপারটি জানানো হয়েছে।
২ অক্টোবর ২০১৪-তে স্বচ্ছ ভারত অভিযান-এর শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পর একাধিক সেলেব্রিটিকে দেখা গিয়েছে এই অভিযানে অংশ নিয়ে দেশবাসীকে স্বচ্ছতার বার্তা দিতে। এবার টিম ইন্ডিয়ার তরফে দেশবাসীকে স্বচ্ছ দেশ গড়ার বার্তা দেওয়া হল।
এর আগেও স্বচ্ছ ভারত অভিযানে অংশ নিয়েছে ভারতীয় দল। ইডেনে গ্যালারি পরিষ্কার করে বার্তা দিয়েছিলেন কোহলি।