পাকিস্তানকে মোক্ষম জবাব, আর্মি ক্যাপ নিয়ে বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের
সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের উদ্দেশে আর্মি ক্যাপ পরে রাঁচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া। সিরিজের তৃতীয় একদিনের ম্যাচ থেকে পাওয়া পারিশ্রমিক ভারতীয় দলের প্রত্যেকে সেনা তহবিলে অনুদান হিসাবে দিয়েছেন।
শহীদ জওয়ানদের পরিবারের পাশে থাকার জন্য বিরাট-ধোনিদের এমন উদ্যোগ ক্রিকেট বিশ্বে প্রশংসিত হয়েছে। একমাত্র পাকিস্তানের তরফে এমন উদ্যোগে প্রতিবাদ জানানো হয়েছে।
পাকিস্তানের মন্ত্রী ফাওয়াদ চৌধরির দাবি, সেনার টুপি পরে রাজনীতি করতে চাইছে ভারতীয় দল। আইসিসির কাছে এই নিয়ে নালিশের হুমকি দিয়ে রেখেছেন তিনি। তবে তাঁর এমন হুঙ্কারে বিন্দুমাত্র ডরাচ্ছে না বিসিসিআই।
ভারতীয় ক্রিকেট বোর্ড-এর তরফে এবার আর্মি ক্যাপ নিয়ে বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ড সূত্রে খবর, এবার থেকে বছরে একটা ম্যাচে অন্তত বিরাটদের আর্মি ক্যাপ পরে খেলার কথা ভাবা হচ্ছে। সেই ম্যাচ আয়োজিত হবে শহীদ সেনাদের পরিবারকে সাহায্যের উদ্দেশ্যে। অস্ট্রেলিয়ায় যেমন পিঙ্ক টেস্ট আয়োজিত হয়। প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার স্ত্রীর মৃত্যু হয়েছিল ক্যানসারে। তাঁর স্মরণে পিঙ্ক টেস্ট আয়োজন করে ম্যাকগ্রা ফাউন্ডেশন। উদ্দেশ্য, ক্যানসার আক্রান্তদের সাহায্য। এবার ভারতীয় বোর্ড শহীদ জওয়ানদের পরিবারের পাশে দাঁড়াতে সেরকমই উদ্যোগ নিতে চলেছে।
বোর্ডের এক কর্তা বলছিলেন, ''স্পনসররা যে কোনও নতুন অর্ডার ডেলিভারি করতে ছয় মাস মতো সময় নেয়। কিন্তু আমরা রাঁচিতে ম্যাচ চলাকালীন আর্মি ক্যাপ-এর অর্ডার ডেলিভারি পেয়েছি সময়মতো। ম্যাচ ফি-র টাকাটা তুলে দেওয়া হয়েছে সেনাবাহিনীর হাতে। সেখানে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হয়নি। তাই চেক তুলে দেওয়ার মুহূর্তে কোনও ছবি তোলা হয়নি। ঘরের মাঠে এবার থেকে বছরে অন্তত একটা ম্যাচ ভারতীয় দলের ক্রিকেটাররা আর্মি ক্যাপ পরে খেলবে।''