Ind vs Eng: ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ১৮ জনের দল ঘোষণা ভারতের
নিজস্ব প্রতিবেদন: ইংল্যান্ডের বিরুদ্ধে @Paytm ODI series -এর জন্য ১৮ জনের দল ঘোষণা করল BCCI। দলে রয়েছে, বিরাট কোহলি, রোহিত শর্মা, শিকদার ধাওয়ানরা। এছাড়াও কারা কারা খেলবে এই সিরিজে।
যুজবেন্দ্র চহাল। (Y Chahal),
ওয়াশিংটন সুন্দর (W Sundar),
বিরাট কোহলি (Virat Kohli) ক্যাপ্টেন,
টি নটরাজন (T Natarajan),
সূর্যকুমার যাদব (Suryakumar Yadav),
শ্রেয়স আইয়ার (Shreyas),
শারদুল ঠাকুর ( Shardul Thakur)
রোহিত শর্মা (Rohit Sharma ভায়েস ক্যাপ্টেন,
ঋষভ পন্ত (Rishabh Pant (wk),
প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna),
মহম্মদ সিরাজ (Md. Siraj),
কুলদীপ যাদব (Kuldeep Yadav),
ক্রুনাল পান্ডিয়া (Krunal Pandya),
কেএল রাহুল (KL Rahul (wk),
হার্দিক পান্ডিয়া (Hardik Pandya),
শিখর ধাওয়ান (Shikhar Dhawan)
ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar),
শুভমান গিল (Shubman Gill),