লম্বা ভ্যালিডিটি, অতিরিক্ত ডেটা, ফ্রি ভয়েস কলিং-সহ নতুন প্রিপেড প্ল্যান লঞ্চ করল BSNL!
গ্রাহকদের জন্য নতুন প্রিপেড প্ল্যান ঘোষণা করেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL। ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে এই প্রিপেড প্ল্যান লঞ্চ করল BSNL।
১৪৭ টাকার এই প্রিপেড প্ল্যানে BSNL গ্রাহকরা পাবেন ৩০ দিনের ভ্যালিডিটির সুবিধা। এর সঙ্গেই এই প্ল্যানে মিলবে Eros Now-এর সাবস্ক্রিপশন একেবারে বিনামূল্যে!
১৪৭ টাকার এই প্রিপেড প্ল্যানে ৩০ দিনের ভ্যালিডিটির সঙ্গে দেওয়া রয়েছে ১০ জিবি হাই স্পিড ডেটা। এই প্ল্যানে BSNL টিউন পরিষেবা বিনামূল্যেই পাবেন গ্রাহকরা। সঙ্গে মিলবে ফ্রি ভয়েস কলিং-এর সুবিধা।
১৪৭ টাকার প্ল্যানের পাশপাপাশি ২৪৭ টাকা এবং ১,৯৯৯ টাকার প্রিপেড প্ল্যানের মেয়াদও বাড়িয়ে দিয়েছে BSNL।
গ্রাহকরা BSNL সাইট বা চ্যানেল টপ-আপের মাধ্যমে এই প্ল্যান অ্যাক্টিভ করতে পারবেন। এগুলি ছাড়াও, নতুন এই প্ল্যান ব্যবহার করতে গ্রাহককে STV COMBO147 লিখে ১২৩ নম্বরে এসএমএস পাঠাতে হবে।