Aadhaar-এর এই সমস্ত তথ্য আপডেট করাতে আর লাগবে না কোনও নথি-পত্র!

Sudip Dey Wed, 26 Aug 2020-3:35 pm,

এখন থেকে কোনও নথি-পত্র ছাড়াই Aadhaar-এর ছবি, লিঙ্গ, বায়োমেট্রিক, মোবাইল নম্বর এবং ইমেল আইডি আপডেট করানো যাবে। সম্প্রতি Aadhaar-এর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এ কথা জানানো হয়েছে।

ওই টুইটে জানানো হয়েছে, এখন থেকে ছবি, লিঙ্গ, বায়োমেট্রিক, মোবাইল নম্বর এবং ইমেল আইডি আপডেট করানোর জন্য কোনও নথি-পত্র লাগবে না। শুধুমাত্র Aadhaar কার্ড নিয়ে নিকটবর্তী Aadhaar কেন্দ্রে গেলেই এই সমস্ত তথ্য আপডেট করা যাবে।

এ বার জেনে নেওয়া যাক কী ভাবে নিকটবর্তী Aadhaar কেন্দ্রের অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। Aadhaar কেন্দ্রের অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য https://appointments.uidai.gov.in/bookappointment.aspx এই লিঙ্কে ক্লিক করতে হবে।

এই লিঙ্ক-এ গিয়ে লোকেশন নির্বাচন করে ‘বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট’-এ ক্লিক করতে হবে। এর পর যাবতীয় প্রয়োজনীয় তথ্য সরবরাহ দিতে হবে।

সমস্ত তথ্য দেওয়ার পর রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP আসবে। OTP ভেরিফিকেশন হওয়ার পর অ্যাপয়েন্টমেন্টের সময় নির্বাচন করতে হবে। সব শেষে সাবমিট-এ ক্লিক করলেই আপনার অনলাইন অ্যাপয়েন্টমেন্টের প্রক্রিয়া সম্পন্ন হবে। আধার কেন্দ্রে গিয়ে নতুন আধার কার্ডও তৈরি করা যাবে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link