তথ্য চুরির অভিযোগ! ভারত, আমেরিকার পর এবার ফ্রান্সেও সমস্যায় TikTok

Sudip Dey Wed, 12 Aug 2020-3:33 pm,

ফের একবার ইউজারের ব্যক্তিগত তথ্য হাতানোর অভিযোগ উঠল TikTok-এর বিরুদ্ধে। ভারত, আমেরিকার পর এবার ফ্রান্সেও সমস্যায় পড়তে চলেছে চিনা প্রযুক্তি সংস্থা বাইটডান্স-এর তৈরি জনপ্রিয় অ্যাপ TikTok।

TikTok-এর বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ফ্রান্সের তথ্য সুরক্ষা সংক্রান্ত নজরদারি সংস্থা CNIL।

জানা গিয়েছে, গত মে মাসে TikTok-এর বিরুদ্ধে ইউজারের ব্যক্তিগত তথ্য হাতানোর অভিযোগ সামনে আসার পরেই এ বিষয়ে তদন্ত শুরু করে CNIL। অভিযোগ প্রমাণিত হলে TikTok-এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

ভারতে এই TikTok নিষিদ্ধ করার পর চিনের সংস্থা বাইট ড্যান্সের মালিকানাধীন এই অ্যাপের বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগে ইতিমধ্যেই আমেরিকা, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি এবং হল্যান্ডের পক্ষ থেকে টিকটকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link