ZOOM-কে টেক্কা দিতে JioMeet ধামাকা! টানা ২৪ ঘণ্টা ভিডিয়ো কনফারেন্স এখন বিনামূল্যেই!
ভিডিয়ো কনফারেন্সিং অ্যাপ ZOOM-কে টেক্কা দিতে এ বার আসরে নামল Reliance-এর JioMeet। ZOOM-এর মতো JioMeet-এ ৪০ মিনিটের কোনও বাঁধাধরা সময়সীমা থাকছে না।
জানা গিয়েছে, ZOOM-এর মতো JioMeet-এ ৪০ মিনিটের বেশি ভিডিয়ো কনফারেন্সের জন্য কোনও বাড়তি টাকা গুণতে হবে না। একেবারে বিনামূল্যেই টানা ২৪ ঘণ্টা ভিডিয়ো কনফারেন্স করা যাবে Reliance-এর JioMeet-এ।
ZOOM অ্যাপে ৪০ মিনিটের বেশি সময় ভিডিয়ো কনফারেন্স করতে মাসে খরচ হতো ১,১০০ টাকারও বেশি। অর্থাৎ, ভিডিয়ো কনফারেন্সের জন্য ZOOM-এর পরিবর্তে JioMeet ব্যবহার করলে বছরে ১৩ হাজার টাকারও বেশি বেঁচে যাবে।
Reliance-এর পক্ষ থেকে জানানো হয়েছে, JioMeet-এর সাহায্যে HD কোয়ালিটির অডিয়ো এবং ভিডিয়ো কনফারেন্স কলে এখন একসঙ্গে ১০০ জন পর্যন্ত যুক্ত হতে পারবেন।
মিটিং শিডিউল, স্ক্রিন শেয়ারিংয়ের মতো একাধিক আকর্ষণীয় ফিচার-সহ বৃহস্পতিবার থেকেই Android ও iOS-এর জন্য JioMeet অ্যাপ উপলব্ধ। Google Play Store থেকে ইতিমধ্যেই ৫ লক্ষেরও বেশি ডাউনলোড JioMeet।