বড় খবর! ভিয়েতনাম থেকে ব্যবসা গুটিয়ে ভারতে ৩ লক্ষ কোটি টাকার লগ্নি করছে Samsung!
স্মার্টফোন তৈরির ক্ষেত্রে আন্তর্জাতিক মোবাইল ফোন প্রস্তুতকারী সংস্থাগুলির নজর এখন ভারতের উপর। Apple, Lava-র পর এ বার ভারতের মাটিতে স্মার্টফোন উৎপাদনে বড়সড় বিনিয়োগের পথে হাঁটতে চলেছে Samsung।
জানা গিয়েছে, ভিয়েতনাম থেকে ব্যবসা গুটিয়ে ভারতে নিজেদের স্মার্টফোন উৎপাদনের কথা ভাবছে Samsung। এর জন্য আগামী পাঁচ বছরে ভারতে ৪০ বিলিয়ন ডলার বা প্রায় ৩ লক্ষ কোটি টাকার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে সংস্থার। Samsung-এর এই লগ্নির ফলে ভারতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
বর্তমানে বিশ্বে চিনের পর ভিয়েতনাম থেকে সবচেয়ে বেশি স্মার্টফোন রফতানি করা হয়। Samsung-এর ৫০ শতাংশ ফোন তৈরি হয় ভিয়েতনামে। ভিয়েতনাম ছাড়াও ইন্দোনেশিয়া ও ব্রাজিলে তৈরি হয় Samsung-এর স্মার্টফোন। এ বার ভিয়েতনামের উৎপাদন ইউনিটের বেশির ভাগটাই ভারতে নিয়ে আসতে চাইছে Samsung।
প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ (PLI) প্রকল্পে ভারতে স্মার্টফোন নির্মাণে আগ্রহী দক্ষিণ কোরিয়ার এই সংস্থা। বর্তমানে ভারতের মোবাইল ফোনের বাজারে Samsung-এর ২৪ শতাংশ শেয়ার রয়েছে। সূত্রের খবর, এর পর ভারতে তৈপি Samsung-এর বেশির ভাগ ফোনই বাইরে রফতানি করা হবে।