ফের বিদেশি বিনিয়োগ! ৬,৪০০ কোটি টাকায় Reliance Jio-র ১.৩২% শেয়ার কিনল দুই সংস্থা

Sudip Dey Sun, 14 Jun 2020-12:09 pm,

ভারতে একের পর এক দেশি-বিদেশি বিনিয়োগ টানছে মুকেশ আম্বানির সংস্থা। ফেসবুকের বিনিয়োগের পর গত দু’মাসে ফেসবুক, সিলভার লেক, কেকেআর এবং মুবাদালার মতো মোট ১০টি সংস্থা বিপুল অঙ্কের অর্থ বিনিয়োগ করেছে Reliance Jio-এ।

এ বার দুই আন্তর্জাতিক সংস্থা TPG আর L Catterton বিনিয়োগ করল মুকেশ আম্বানির সংস্থায়। শনিবারই এই দুই সংস্থার সঙ্গে Reliance Jio-র চুক্তি সম্পন্ন হয়েছে।

প্রায় ৪ হাজার ৫৪৭ কোটি টাকা বিনিয়োগ করে Reliance Jio-র ০.৯৩ শতাংশ শেয়ার কিনেছে মার্কিন সংস্থা TPG। এ দিকে ১ হাজার ৮৯৪ কোটি টাকা বিনিয়োগ করে মুকেশ আম্বানির সংস্থার ০.৩৯ শতাংশ শেয়ার কিনেছে L Catterton।

জানা গিয়েছে, এপ্রিল থেকে ১৩ জুন পর্যন্ত ২২.৩৮ শতাংশ শেয়ার বিক্রি করে মোট ১ লক্ষ ৪ হাজার ৩২৬ কোটি টাকার বিনিয়োগ টেনেছে মুকেশ আম্বানির সংস্থা।

মার্কিন সংস্থা TPG এর আগে উবার, এয়ারবিএনবি, স্পটিফাইয়ের মতো সংস্থায় লগ্নি করেছে। প্রায় ৭৯০ কোটি মার্কিন ডলার সম্পত্তি রয়েছে এই সংস্থার নামে। অন্যদিকে L Catterton ফরাসি সংস্থা LVMH এবং লগ্নিকারী সংস্থা আরনল্টের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে কাজ করছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link