একসঙ্গে চারটে ডিভাইসে চালানো যাবে একই WhatsApp অ্যাকাউন্ট! আসছে নতুন ফিচার
একই সঙ্গে চার-চারটে ডিভাইস থেকে চালানো যাবে একই WhatsApp অ্যাকাউন্ট! খুব শীঘ্রই এমন ফিচার আনতে চলেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম।
নতুন এই ফিচার কাজে লাগিয়ে একজন WhatsApp ব্যবহারকারী নিজের অ্যাকাউন্টটি চারটি আলাদা আলাদা ডিভাইসে চালাতে পারবেন। সম্প্রতি Facebook-এ একটি ছবি শেয়ার করে এ বিষয়টি প্রথম জানানো হয়।
টুইট করে ‘WABetaInfo’ জানিয়েছে, ওয়াইফাই কানেক্টিভিটি ব্যবহার করে এই ফিরাচের সাহায্যে চারটি ডিভাইসে ডেটা সিঙ্ক করা যাবে। তবে ওয়াইফাই কানেক্টিভিটি ছাড়াও যাতে এই ফিচার ব্যবহার করা যায়, তার জন্য ভাবনা-চিন্তা চালাচ্ছে WhatsApp।
এখনও পর্যন্ত মাল্টি-ডিভাইস অপশনে কাজ করার কোনও অপশন নেই জনপ্রিয় এই মেসেজিং প্ল্যাটফর্মে। যদিও ডুয়াল অ্যাপ্লিকেশন সাপোর্টযুক্ত Android স্মার্টফোনে একই সঙ্গে দুটি WhatsApp অ্যাকাউন্ট চালানো যায়।
‘WABetaInfo’-এর টুইট থেকে জানা গিয়েছে, ইতিমধ্যেই এই ফিচার পরীক্ষামূলক ভাবে চালাতে শুরু করেছে WhatsApp। WhatsApp Beta ভার্সনে এখনও পর্যন্ত উপলব্ধ নয় এই বিশেষ ফিচার। তবে খুব শীঘ্রই WhatsApp-এর সমস্ত ভার্সানেই কাজ করবে এই বিশেষ ফিচার।