ভারতের বাজারে এল Tecno Spark 6 Go, একবার চার্জ দিলে ফোন চলবে ৫৪ ঘণ্টা

Tue, 22 Dec 2020-5:44 pm,

Tecno Spark 6 Go লঞ্চ হল ভারতের বাজারে। এই বাজেট স্মার্টফোন-এর দাম দশ হাজার টাকারও কম। প্রস্তুতকারক সংস্থা অবশ্য চিনের।

4 GB RAM + 64 GB স্টোরেজ ভ্যারিয়েনট-এর দাম 8,699 টাকা। ইন্ট্রোডাক্টরি অফারে ২০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।

 

Aqua Blue, Ice Jadeite এবং Mystery White. আপাতত এই তিন রঙেই পাওয়া যাবে নতুন ফোন।

 

ব্যাটারির স্ট্যান্ড-বাই টাইম ৪০ দিন। সিঙ্গল চার্জ-এ চলবে ৫৪ ঘণ্টা। এমনই দাবি করেছে প্রস্তুতকারক সংস্থা। 6.52 ইঞ্চি ডিসপ্লে থাকছে। স্ক্রিন রেজোলিউশন 720x1600 পিক্সেল হবে। octa core MediaTek Helio A25 SoC প্রসেসর থাকবে। 5000 mAh ব্যাটারি পাওয়া যাবে। ডুয়েল রিয়ার ক্যামেরা থাকবে। প্রাইমারি সেন্সর ১৩ মেগাপিক্সেল। ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

বড়দিনে দুপুর ১২টা থেকে Tecno Spark 6 Go সেল শুরু হবে Flipkart-এ।

৭ জানুয়ারি ২০২১ থেকে এই ফোন পাওয়া যাবে অফলাইন স্টোর-এ। Samsung Galaxy M01s, Redmi 9, Realme C3-র মতো মডেলগুলিকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলবে Tecno Spark 6 Go.

১০০ দিনের মধ্যে স্ক্রিন রিপ্লেসমেন্ট অফার পাবেন গ্রাহকরা। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link