Sikkim Flash Flood: তিস্তার তাণ্ডবে জনশূন্য সিকিমের রংপো, আস্ত শহরটাই পলিমাটির নীচে!
নারায়ণ সিংহ রায়: ভয়াল তিস্তার গ্রাসে বিধ্বস্ত সিকিমের রংপো শহর। একেবারে জনশূন্য-ই বলা চলে পুরো শহরটি।
তিস্তার পলি মিশ্রিত মাটির নীচে ঢুকে আছে গোটা শহর। দূর দুরান্ত থেকে ভেসে আসা যানবাহন মাটির নীচ থেকে উঁকি মারছে।
শহরের হাইরাইজ বিল্ডিংগুলোর প্রায় দেড় তলা-ই মাটির নীচে ঢুকে আছে।
শহরের মেইন রোড খুঁজে পাওয়া যাচ্ছে না।
সিকিম প্রশাসন জেসিবি দিয়ে মাটি খুঁড়ে শহরের রাস্তা বের করবার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে গোটা শহর। শহরবাসীরা বলছে, বহু মানুষ এই জমে থাকা পলি মাটির নীচে মরে পড়ে রয়েছে।
এলাকার ব্যবসায়ীদের অভিযোগ, গতকাল সিকিমের মুখ্যমন্ত্রী এই শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীর উপর রংপো ব্রিজ থেকে শহরটিকে দেখে গিয়েছেন।
কিন্তু এখনও পর্যন্ত কোনও উদ্ধারকারী দল বা রিলিফ এসে পৌঁছয়নি।
সবমিলিয়ে সিকিমের রংপোর শহর এককথায় ধ্বংস স্তূপে পরিণত হয়েছে।