১ লাখ কর্মী ছেঁটে, অবসরের বয়স কমিয়ে বিএসএনএল-এমটিএনএলকে বাঁচানোর প্রস্তাব কেন্দ্রের
লোকসানে চলা বিএসএনএল ও এমটিএনএলকে বাঁচাতে একগুচ্ছ প্রস্তাব দিল কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক। এক্ষেত্রে ছাঁটাই হবে কয়েক হাজার কর্মী, কমবে অবসরের বয়স। দুই রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বাঁচাতে করা হবে বিনিয়োগ ও সম্পত্তি ভাড়া দিয়ে খরচ তোলার চেষ্টা হবে। সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছেন টেলিকম মন্ত্রকের এক আধিকারিক।
বিএসএনএল ও এমটিএনএল-কে একসঙ্গে মিশিয়ে দেওয়া হবে। কোম্পানির টাওয়ার ও ফাইবার ভাড়া দিয়ে আয়ের ব্যবস্থা করা।
কর্মীদের অবসরের বয়স ৬০ থেকে কমিয়ে করা হবে ৫৮।
স্বেচ্ছা অবসর প্রকল্প চালু করা।
বিএসএনএল কর্মীসংখ্যা ১.৬৫ লাখ থেকে কমিয়ে ৭৪,০০০ ও এমটিএনএল এর কর্মীসংখ্যা ২১,৬৭৯ থেকে কমিয়ে ১২,৫০০ করা। প্রসঙ্গত, বিএসএনএল কর্মীদের মাইনে দিতে খরচ হয় আয়ের ৬০ শতাংশ। পাশাপাশি আয়ের ৮৭ শতাংশই খরচ হয় এমটিএনএল কর্মীদের বেতন দিতে। অবসরের বয়স ২ বছর কম করলে সরকারের সাশ্রয় হবে ১০,৯৯৩ কোটি টাকা।