১ লাখ কর্মী ছেঁটে, অবসরের বয়স কমিয়ে বিএসএনএল-এমটিএনএলকে বাঁচানোর প্রস্তাব কেন্দ্রের

Wed, 03 Jul 2019-2:18 pm,

লোকসানে চলা বিএসএনএল ও এমটিএনএলকে বাঁচাতে একগুচ্ছ প্রস্তাব দিল কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক। এক্ষেত্রে ছাঁটাই হবে কয়েক হাজার কর্মী, কমবে অবসরের বয়স। দুই রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বাঁচাতে করা হবে বিনিয়োগ ও সম্পত্তি ভাড়া দিয়ে খরচ তোলার চেষ্টা হবে। সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছেন টেলিকম মন্ত্রকের এক আধিকারিক।

বিএসএনএল ও এমটিএনএল-কে একসঙ্গে মিশিয়ে দেওয়া হবে। কোম্পানির টাওয়ার ও ফাইবার ভাড়া দিয়ে আয়ের ব্যবস্থা করা।

কর্মীদের অবসরের বয়স ৬০ থেকে কমিয়ে করা হবে ৫৮।

স্বেচ্ছা অবসর প্রকল্প চালু করা।

বিএসএনএল কর্মীসংখ্যা ১.৬৫ লাখ থেকে কমিয়ে ৭৪,০০০ ও এমটিএনএল এর কর্মীসংখ্যা ২১,৬৭৯ থেকে কমিয়ে ১২,৫০০ করা। প্রসঙ্গত, বিএসএনএল কর্মীদের মাইনে দিতে খরচ হয় আয়ের ৬০ শতাংশ। পাশাপাশি আয়ের ৮৭ শতাংশই খরচ হয় এমটিএনএল কর্মীদের বেতন দিতে। অবসরের বয়স ২ বছর কম করলে সরকারের সাশ্রয় হবে ১০,৯৯৩ কোটি টাকা।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link