Indrasish Divorce: ডিভোর্স হয়েছে এক বছর আগেই! কেন বিচ্ছেদ হল ইন্দ্রাশিসের?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অনেকদিন ধরেই জল্পনা বিয়ে ভেঙেছে অভিনেতা ইন্দ্রাশিস রায়ের। কিন্তু বারবারই বিষয়টি এড়িয়ে গিয়েছেন তিনি। সৌরভী এবং ইন্দ্রাশিস যে এক ছাদের তলায় থাকছেন না সেকথা আগেই জানা গিয়েছিল।
এবার ইন্দ্রাশিস জানালেন, তাদের বহুদিন আগেই ডিভোর্স হয়ে গিয়েছে। বিষয়টি চর্চায় এল ইন্দ্রাশিসের জন্মদিনে সৌরভীর পোস্ট ঘিরে। সেখানে অভিনেতার প্রাক্তন স্ত্রী লেখেন, 'শুভ জন্মদিন ইন্দ্রাশিস! সুস্থ থাকো। আরও ভাল কাজ করো। নতুন বছরটা খুব ভাল কাটুক। সেই সঙ্গে আমাদের বন্ধুত্বও যেন চিরস্থায়ী হয়।'
শুধুই বন্ধুত্বের কথা বলছে কেন? এরপরই স্থানীয় এক সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে অভিনেতা জানান, 'আমাদের বহুদিন আগেই ডিভোর্স হয়ে গেছে। এখন এটা নিয়ে কথা বলার মতো কিছু নেই। ১০ বছরের প্রেম, ২ বছরের দাম্পত্য, আমাদের মধ্যে সত্যি তিক্ততা নেই। আমরা কিন্তু আজও বন্ধু।'
তাহলে এতদিন এড়িয়ে যাওয়ার কারণ... ইন্দ্রাশিসের কথায় অবশ্য, 'ডিভোর্স নিয়ে আলাদা করে বলবার মতো কিছু নেই। মধ্যবিত্ত পরিবারের ছেলে-মেয়ে। ডিভোর্সটা তো কোনও পরিবারেই কাম্য নয়। আমাদের বাবা-মা রয়েছেন। তাঁদের যাতে কোনও রকম হ্যারাসমেন্ট না হয়, সেইদিকে নজর দিয়েছি।'
২০২১ সালে খুব ছিমছাম করেই বিয়েটা সারেন তাঁরা। দু বছরের দাম্পত্য জীবন আর তারপরেই ডিভোর্স। সৌরভী বেসরকারি সংস্থায় উচ্চপদে কর্মরত।
প্রসঙ্গত, অনেক দিন হল গল্ফগ্রীনের বাড়ি থেকে অভিনেতা নিজের বাঁশদ্রোণীর বাড়িতে মা-বাবার সঙ্গে থাকছেন। শোনা যায় যে, ইন্দ্রাশিস নাকি অন্য অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলেই দাম্পত্যে চিড় ধরেছে। যদিও এ বিষয়ে মুখ খোলেননি কেউই।