১৪ বছরের প্রেম, মুখ্যমন্ত্রীর আশীর্বাদ নিয়ে শুরু অভিনেত্রী মিষ্টির জীবনের নতুন অধ্যায়

Fri, 19 May 2023-2:18 pm,
Misty Singh Wedding

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় নিজের বিয়ের কথা প্রকাশ্যে আনেন ছোটপর্দার পরিচিত মুখ মিষ্টি সিং। এবার কলকাতার এক পাঁচতারা হোটেলে সাতপাকে বাঁধা পড়লেন আলতা ফড়িং অভিনেত্রী। 

Misty Singh Wedding

পাত্র তাঁর ছোটবেলার বন্ধু তথা ১৪ বছরের প্রেমিক রেমো। নতুন জীবনের পথে পা বাড়ালেন অভিনেত্রী মিষ্টি সিং। তাঁদের বিয়েতে হাজির ছিল খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

Misty Singh Wedding

শহরের এক বিলাসবহুল হোটেলে বসেছিল বিয়ের আসর। লাল রঙের ভারী কাজের লেহঙ্গা, তাক লাগানো গয়নায় সেজে উঠেছিলেন অভিনেত্রী। রেমো সেজে উঠেছিলেন ঘিয়ে রঙা শেরওয়ানি এবং লাল কুন্দনের হার।

তৃণা সাহা থেকে দেবচন্দ্রিমা সিংহ রায়– বাদ ছিলেন না কেউই। মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। হাসিমুখে এগিয়ে গেলেন বর-কনের দিকে। পা ছুঁয়ে নবদম্পতি চেয়ে নিলেন আশীর্বাদ। 

প্রিয় বন্ধু মিষ্টির বিয়ের জন্য মুম্বই থেকে কলকাতায় এসেছিলেন হিন্দির মিঠাই খ্যাত দেবত্তমা সাহা। ছায়াসঙ্গীর মতো মিষ্টির পাশে দেখা গিয়েছে তাঁকে।

মন্ত্রোচ্চারণের মাধ্যমে বিয়ে করেননি রেমো-মিষ্টি। তবে আইনি বিয়ের পাশাপাশি আংটি বদল, মালাবদল ও সিঁদুরদান সেরেছেন জুটি।

বাঙালি নন, রাজপুত মিষ্টি, তাই সেই ঐতিহ্য বজায় রেখেই বিয়ের সাজ থেকে নিয়মকানুন করেছেন অভিনেত্রী। ‘আলতা ফড়িং’ ছাড়াও ‘আঁচল’-সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে।

তবে ইন্ডাস্ট্রি তাঁকে আজও চেনেন ‘ভাদু’ হিসেবেই। তাঁর ঢলঢলে মুখ, ডাগর চোখের মোহে বুঁদ কিন্তু অনেকেই। যদিও মিষ্টি মন দিয়েছে রেমোকেই, সেই কত বছর আগে।

টলিপাড়ার পরিচিত মুখ রেমো। রিয়েল এস্টেটের ব্যবসা তাঁর, সেই সুবাদে টলিউডে একটি প্রোডাকশন কোম্পানিও রয়েছে তাঁর।

বিয়েতে এলাহি খানাপিনার আয়োজন করা হয়েছিল। মাছ-মাংস থেকে সি ফুড, রাইস থেকে হরেকরকম ডেসার্ট ছিল মেনুতে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link