লকডাউনের মধ্যেই চিকিৎসক বান্ধবীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেতা নিখিল
লকডাউনের মধ্যেই চিকিৎসক বান্ধবীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন দক্ষিণী অভিনেতা নিখিল সিদ্ধার্থ।
আজ ১৪ মে হায়দরাবাদে নিখিল সিদ্ধার্থের নিজের বাগানবাড়িতে বসেছিল বিয়ের আসর।
সকাল ৬.৩০ মিনিটে নিখিল পল্লবীর বিয়ের বিয়ের মূল অনুষ্ঠান হয়।
বিয়ের সময় পল্লবী শর্মার পরনে ছিল লাল সিল্কের শাড়ি, নিখিলের পরনে ছিল শেরওয়ানি।
১৩ মে বুধবারই নিখিল ও পল্লবীর গায়ে হলুদ সহ প্রাক বিবাহ বিভিন্ন অনুষ্ঠান হয়।
প্রথমে এপ্রিলের ১৫ ও ১৬ তারিখেই দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ নিখিল ও তাঁর চিকিৎসক বান্ধবীর বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে লকডাউনের কারণে সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছিল।
নিখিল ও পল্লবী জানিয়েছিলেন লকডাউন না উঠলে তাঁরা বিয়ে করবেন না. কারণ বিয়ের আসর থেকে কেউ আক্রান্ত হলে বড় সমস্যা হবে।
তবে আপাতত লকডাউন ওঠার কোনও সম্ভবনা নেই, পরিস্থিতি স্বাভাবিক হতেও দেরি থাকায় শুধুমাত্র পরিবারের লোকজনের উপস্থিতিতেই বিয়েটা সেরে ফেললেন নিখিল সিদ্ধার্থ ও পল্লবী শর্মা।
সিদ্ধার্থ ও পল্লবীর ১৪ তারিখ বিয়ের অনুষ্ঠান করার সিদ্ধান্ত মূলত তাঁদের পরিবারের সদস্যরাই নিয়েছেন।
সিদ্ধার্থ ও পল্লবীর বিয়েতে তাঁদের আত্মীয় ও বন্ধুরা কেউই উপস্থিত থাকতে পারেননি, তাই পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁরা রিসেপশন পার্টি দেবেন বলে জানিয়েছেন।