Bengal Weather Updates: আসছে আরও এক পশ্চিমি ঝঞ্ঝা! শনিবেলায় বৃষ্টিতে ভাসতে পারে রাজ্য! কলকাতায় কী হবে?

Soumitra Sen Thu, 26 Dec 2024-6:42 pm,

পরপর পশ্চিমি ঝঞ্ঝায় আটকে উত্তুরে হাওয়া। মেঘলা আকাশে সর্বনিম্ন তাপমাত্রা ঊর্ধ্বমুখী। (তথ্য: অয়ন ঘোষাল)

কলকাতায় এই সময় স্বাভাবিক তাপমাত্রা থাকার কথা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। অথচ ১৯ ডিগ্রির উপরে চলছে তাপমাত্রা। আগামী দুদিন সামান্য নামতে পারে তাপমাত্রা। ফের শনি-রবিবার বাড়বে তাপমাত্রা। সোমবার বা মঙ্গলবারে এক ধাক্কায় অনেকটাই নামবে পারদ। (তথ্য: অয়ন ঘোষাল)

নতুন বছরের শুরুতে শীতের আমেজ বাড়বে। বর্ষশেষে নামবে পারদ। নিউ ইয়ারের শুরুতে শীতের আমেজ বাড়বে অনেকটাই। (তথ্য: অয়ন ঘোষাল)

কলকাতায় ১৪ ডিগ্রির আশেপাশে হবে তাপমাত্রা। জেলায় জেলায় ১০ ডিগ্রি বা তার নীচেও নেমে যেতে পারে তাপমাত্রা। (তথ্য: অয়ন ঘোষাল)

আরও একটি পশ্চিমি ঝঞ্ঝা আসছে। শনিবার বৃষ্টি হতে পারে রাজ্যের ছয় জেলায়। তার প্রভাবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। (তথ্য: অয়ন ঘোষাল) 

দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান বীরভূম এবং সংলগ্ন মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। (তথ্য: অয়ন ঘোষাল)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link