WB Weather Update: বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, শীত সরিয়ে ফের দুর্যোগের আশঙ্কা!
আপাতত বড় ধরনের তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। বৃষ্টির সম্ভাবনাও নেই। শুষ্ক আবহাওয়া। সকালের দিকে হালকা কুয়াশা। দিনভর পরিষ্কার আকাশ থাকবে। -তথ্য-সন্দীপ প্রামাণিক
বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। আজ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। -তথ্য-সন্দীপ প্রামাণিক
সোমবার নাগাদ এর শক্তি অনেকটাই বাড়তে পারে। এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূল। এই সিস্টেমটি অনেক দূরে থাকায় বাংলায় সরাসরি এর কোন প্রভাব নেই। -তথ্য-সন্দীপ প্রামাণিক
দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশ কিছু জেলাতে। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম। রবিবার সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম জেলাতে। -তথ্য-সন্দীপ প্রামাণিক
উত্তরবঙ্গ মূলত শুষ্ক আবহাওয়া। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। সকালে কুয়াশা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। -তথ্য-সন্দীপ প্রামাণিক