বৃষ্টির সঙ্গেই আগামী কয়েকদিনে ফের ১০ ছুঁতে পারে পারদ, বাড়বে ঠান্ডা
নিজস্ব প্রতিবেদন : শীতের মতিগতি বড়ই খামখেয়ালি। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আকাশ মূলত মেঘলা থাকবে।
পরশু থেকে আকাশ পরিষ্কার হলে রাতের তাপমাত্রা অনেকটাই নামবে। সেক্ষেত্রে কলকাতার তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে থাকলেও, অনেকখানি নামবে জেলার তাপমাত্রা।
পূর্বাভাস বলছে, জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির আশপাশে থাকবে।
পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আর বৃষ্টি মিটতেই আগামী ৫ দিন শীতের আমেজ বজায় থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।