Weather Today: তাপমাত্রা কমলেও থাকবে না শীতের আমেজ
সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমলেও বুধবার থেকে আগামি ৪৮ ঘন্টা শীতের আমেজ হারাতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ।
সোমবার রাতের তাপমাত্রা ছিল ১৮.৩। মঙ্গলবার রাতে তা কমে হয় ১৭.৭। তবে এই সময়ের স্বাভাবিকের থেকে তা ১ ডিগ্রি বেশি।
আগামি কয়েকদিন রাতের তাপমাত্রা অল্প অল্প করে বাড়বে। দিনের তাপমাত্রাও এই মুহুর্তে আর নামার সম্ভাবনা নেই। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার অথবা শনিবারের পর উপকূলের জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাময়িকভাবে দক্ষিণবঙ্গে উধাও হতে পারে শীত। আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে ইতিমধ্যেই ঢুকেছে বঙ্গোপসাগরে। পাশাপাশি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে।
আগামি ৪৮ ঘন্টায় তামিলনাড়ু উপকূলে প্রভাব ফেলবে এই ঘূর্ণাবর্ত। এগোবে অন্ধ্র ওড়িশা উপকূলের দিকে। আন্দামান ও নিকোবরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।