ইন্ডোর প্ল্যান্টসের বাস্তু জানেন? ঘরে এই কয়েকটি গাছ রাখলে সংসারে ঝরবে সম্পদ-অর্থ-প্রেম...

Soumitra Sen Tue, 13 Jun 2023-2:53 pm,

এই তালিকায় কমপক্ষে ১০টি গাছ নিয়ে আলোচনা করব আমরা। এর মধ্যে রয়েছে পাম। পাম ক্ষতিকর দূষিত ধুলো শুষে নেয়। ঘরে গুড এনার্জির প্রবাহ বইয়ে দেয়। রয়েছে পাচির মানি ট্রি। সৌভাগ্য ও অর্থ এনে দেয়।

 

পাচির মানি ট্রি ছাড়াও রয়েছে মানি প্ল্যান্ট। এই গাছ গুড লাক বয়ে আনে। সংসারে টাকা আসার পথ সুগম করে বলে বিশ্বাস।  

লাকি ব্যাম্বু। এমনিতেই বাঁশ গাছ সৌভাগ্যের প্রতীক। জীবনে সাফল্য সম্পদ আনে। ঘরের পূর্বে বা দক্ষিণ-পূর্বে এই গাছ রাখলে ঘরে পজিটিভ এনার্জি খেলে। গৃহকর্তার জন্য সম্মান ও শক্তি এনে দেয়।  

স্নেক প্ল্যান্ট। মজা করে একে মাদার-ইন-ল্য'জ টাং বলা হয়। মানে, শাশুড়ির জিভ! এই গাছকে ঠিক জায়গায় রাখলে তা সংসারের প্রভূত উন্নতি ঘটায়। বিষাক্ত গ্যাস শুষে নেয়। বাতাস থেকে টক্সিক এলিমেন্ট দূর করে দেয়। সমস্ত নেগেটিভ এনারজি রুখে ঘরে পজিটিভ এনার্জির স্রোত বইয়ে দেয়। 

অর্কিড এমনিতেই খুব সুন্দর গাছ। এর ফুল অত্যন্ত মনোমুগ্ধকর। শুধু সৌভাগ্যই নয়, তা ঘরের বাসিন্দাদের মনে প্রেমের আবেশও তৈরি করে দেয়।  

ওসিমাম স্যাংকটাম হল তুলসীর বৈজ্ঞানিক নাম। এই গাছটিকে একটু ধর্মীয় আঙ্গিকেই দেখা হয়। নানা রকম তুলসী রয়েছে। মঞ্জরী তুলসী, লক্ষ্মী তুলসী, কৃষ্ণ তুলসী, রাম তুলসী, কাপুর তুলসী, ত্রিত্তাভু তুলসী। যে কোনও তুলসীই গৃহস্থালির পক্ষে ভালো। 

রাবার প্ল্যান্ট। খুবই মঙ্গলদায়ক এই গাছ। এই গাছকে যে কোনও স্থানেই রাখা চলে। এর পাতাটাই টাকার প্রতীক। এই গাছ সৌভাগ্যের সূচনা ঘটায়, সম্পদবৃদ্ধিরও কারণ বলে মনে করা হয় এটিকে।

পিস লিলি। এই গাছটিকে ফরচুন প্ল্যান্ট বলে। সমস্তরকম প্রাকৃতিক সংক্রমণ দূর করে দেয় এই গাছ। এছাড়াও একটি গাছ আছে, সেটি হল জেড প্ল্যান্ট। গোল গোল পাতাওয়ালা এই গাছ উন্নতি ও সাফল্যের সূচক।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link