Tapsia Fire: কিছু বুঝে ওঠার আগেই পুড়ে ছাই সংসার! হাহাকার তপসিয়ারবাসীর...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তপসিয়ায় ভয়াবহ আগুন। বহুতল সংলগ্ন ঝুপড়িতে আগুন। ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন।
এলাকা ঘিঞ্জি হওয়ায় দমকলের হিমশিম অবস্থা হয় আগুন নিয়ন্ত্রণে আনতে। বেলা সাড়ে ১২টা নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে।
অন্তত শতাধিক ঝুপড়িতে আগুন ধরে গিয়েছে। কার্যত পথে বসে পড়েছেন অসংখ্য় ঝুপড়িবাসী। সর্বস্ব হারিয়ে ফেলেছেন বহু মানুষ। দাউ দাউ করে জ্বলে যায় একের পর এক ঝুপড়ি।
ঘটনার কথা জানতে পেরে সেখানে সঙ্গে সঙ্গে যান দমকলমন্ত্রী সুজিত বসু। তাঁকে দেখে এলাকাবাসীরা ক্ষোভে ফেটে পড়ে।
এলাকাবাসীদের দাবি, ঘটনার খবর দেওয়া সত্ত্বেও দমকল আসতে অনেক দেরি করেছে।
পুড়ে যাওয়া ঝুপড়ি থেকে জিনিসপত্র বাঁচাতে মরিয়া চেষ্টা করেন অনেকেই। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল। হাহাকার অবস্থা এলাকায়।