Facebook-এ আসবাব বিক্রি করতে গিয়ে প্রতারণার শিকার, লক্ষাধিক খোয়ালেন এক ব্যক্তি

Mon, 06 Jan 2020-12:53 pm,

বিভিন্ন অনলাইন সাইটে সেকেন্ড হ্যান্ড জিনিস কেনা বেচা নতুন কিছু নয়। OLX, Quikr ছাড়াও এখন সরাসরি Facebook মার্কেট প্লেস-এ বিভিন্ন জিনিস বিক্রি বা কেনা হয়। আর সেইভাবে নিজের পুরানো আসবাব বিক্রি করতে গিয়েই প্রতারণার শিকার হলেন থানেনিবাসী এক ব্যক্তি। প্রতারকের ফাঁদে পা দিয়ে পর পর দুই দফায় ১ লক্ষেরও বেশি টাকা খোয়ালেন তিনি। কিন্তু কীভাবে?

Facebook Marketplace-এ নিজের পুরানো আসবাব বিক্রির জন্য় ছবিসহ বিজ্ঞাপন দিয়েছিলেন ওই ব্যক্তি। বিজ্ঞাপন দেখে একজন  সেই আসবাব কিনবেন বলে যোগাযোগ করেন।

কোনও রকম দরাদরি বা Bargaining ছাড়াই বিক্রেতার দামেই আসবাব কিনতে রাজি হয়ে যান ওই ব্যক্তি। তখনই অনলাইনে টাকা পাঠিয়ে আসবাবটি বুক করে ফেলতে চান তিনি। ক্রেতা যখন নিজেই টাকা পাঠাতে চাইছেন, তখন আর আপত্তি করেননি ওই ব্যক্তি। আর তার পরেই তিনি হন প্রতারণার শিকার।

Paytm-এ বিক্রেতার আইডি নিয়ে টাকা পাঠানোর বদলে Request Money করে দেন ওই প্রতারক। বিক্রেতা ব্যক্তিও বুঝতে না পেরে সঙ্গে সঙ্গে সেই Request accept করে নেন। এর ফলে টাকা আসার বদলে উল্টে তাঁর অ্যাকাউন্ট থেকেই কেটে নেওয়া হয় প্রায় এক লক্ষ টাকা।

ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ক্রেতার সঙ্গে যোগাযোগ করেন তিনি। সেই  সময়ে ভাল মানুষ সেজে প্রতারক Google Pay মারফত টাকা ফেরত দেবার আশ্বাস দেন। কিন্তু সেখানেও আবারও রিকোয়েস্ট মানি করে একই পদ্ধতিতে টাকা হাতিয়ে নেন তিনি। এর পরেই টনক নড়ে বিক্রেতার। সঙ্গে সঙ্গে পুলিসি সাহায্যের দারস্থ হন তিনি। 

সাইবার বিশেষজ্ঞদের মতে এই ধরনের প্রতারণার সংখ্যা দিন দিন বাড়ছে। তাই এই ধরনের অ্যাপ(App) ব্যবহারে স্বচ্ছন্দ না হলে প্রথমেই অচেনা ব্যক্তির সঙ্গে বড় অঙ্কের লেনদেন না করাই শ্রেয়। প্রথমে পরিচিতদের সঙ্গে স্বল্প টাকার লেনদেন করে সড়গড় হয়ে নেওয়াই ভাল। তাছাড়া অনলাইনে জিনিস বিক্রির ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা অবলম্বন প্রয়োজন। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link