`দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড`- কে, কী পুরস্কার জিতলেন জেনে নিন
মিলানের অপেরা হাউজ লা স্কালায় হয়ে গেল 'দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড'।
বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি।
বর্ষসেরা মহিলা ফুটবলারের পুরস্কার জিতলেন আমেরিকার মেগান র্যাপিনো।
বর্ষসেরা কোচ(পুরুষ) হলেন লিভারপুলের য়ুর্গেন ক্লপ।
সেরা গোলরক্ষক ব্রাজিলের আলিসন বেকার।
২০১৯ ফিফা পুসকাস অ্যাওয়ার্ড জিতেছে ড্যানিয়েল সোরির গোল।