শিলাবতীর জলের তোড়ে ভেঙে গেল ৬০ নম্বর জাতীয় সড়কের সংযোগকারী সেতু! এড়ানো গিয়েছে মৃত্যু
বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল গড়বেতার ধাদিকা এলাকার কয়েক হাজার মানুষ। বুধবার সকাল সাড়ে ৯টার নাগাদ শিলাবতী নদীর জলের তোড়ে ভেঙে যায় ৬০ নম্বর জাতীয় সড়কের সংযোগকারী সেতুটি।
শিলাবতী নদীর উপর এই সেতুটি তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে। এই সেতুটি গড়বেতার ধাদিকা থেকে বাঁকুড়া এবং রানিগঞ্জের একমাত্র যোগাযোগের রাস্তা ছিল। এই সেতু দিয়ে বাস-সহ নানা যানবাহন চলাচল করত। প্রায় পঁচাত্তর বছরের পুরোন সেতুটির ধারণ ক্ষমতা ক্রমশ কমে আসতে শুরু করে।
এটা উপলব্ধি করে এই সেতুটি পাশে আরেকটি সেতু নির্মাণ করা হয়। কিন্তু দু বছর আগে সেতুটি ধস নেমে বসে যায়। এরপর থেকে মেরামতের জন্য নতুন সেতু বন্ধ করে দেওয়া হয়েছিল। দু বছর ধরে ব্রিটিশ আমলের পুরনো সেতুটি ছিল গড়বেতা থেকে বাঁকুড়া রানিগঞ্জের যোগাযোগের একমাত্র রাস্তা।
কিন্তু সপ্তাহ দুয়েক ধরে ভারী বৃষ্টিতে বাড়তে থাকে শিলাবতীর জল। এই পুরনো সেতু নিরাপদ নয় , এটা উপলব্ধি করে তড়িঘড়ি করে নতুন সেতুটি মেরামত করে গত ২৯ আগস্ট জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। চারদিনের মাথায় জেলা প্রশাসনের আশঙ্কা সত্যি হল। ভেঙে গেল পুরনো সেতু।