নিউটাউনে ব্রেকফেল করল যাত্রিবাহী বাস, দুর্ঘটনার কবলে ১টি বাইকও
নিজস্ব প্রতিবেদন: গতরাতের পর আবারও দুর্ঘটনার পর আজ দুপুরে ফের বাসদুর্ঘটনা।
এবার ঘটনাস্থল নিউটাউন। এদিন দুপুর ২টো নাগাদ নিউটাউন আকাঙ্ক্ষা মোড়ে একটি যাত্রীবাহী বাস যাওয়ার সময় ব্রেক ফেল করে।
এরপর বাসটি ধাক্কা মারে নির্মিয়মান মেট্রো পিলারে সঙ্গে।
সূত্রের খবর, গাড়িটিতে যাত্রী সংখ্যা ছিল প্রায় ২২ জন। তাঁদের মধ্যে কয়েকজন অল্পবিস্তর আহত হয়েছেন। বাসটি পিলারে ধাক্কা মারার আগে একটি বাইকে ধাক্কা মারে বাইকটিও যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে পুলিস পৌঁছে বাসটিকে উদ্ধার করেছে।