লঞ্চ করল সবথেকে কম দামের ডুয়েল ক্যামেরা স্মার্টফোন!
ফোন কেনার সময়ে আমাদের ফিচার্সের লম্বা লম্বা তালিকা থাকে। কিন্তু দাম হতে হবে সাধ্যের মধ্যে। সোজা কথায় আমরা সস্তায় পুষ্টিকর ফোন চাই। এবার আপনার সেই চাহিদাই পূরণ হতে চলেছে। এবার সবথেকে কম দামে পেয়ে যান ডুয়েল ক্যামেরা দেওয়া স্মার্টফোন। যার দাম শুনলে আপনি ভাবতেও পারবেন না, এত কম দামে ডুয়েল ক্যামেরা কীভাবে দেওয়া সম্ভব।
দেশের সবথেকে কমদামী ডুয়েল ক্যামেরা স্মার্টফোন লঞ্চ করল সুইপ। সুইপ এলিট ডুয়েল নামে এই স্মার্টফোনের দাম মাত্র ৩ হাজার ৯৯৯ টাকা।
সুইপের নতুন লঞ্চ করা এই স্মার্টফোনের সঙ্গেই পেয়ে যাবেন রিলায়েন্স জিও-র ২ হাজার ২০০ টাকার ক্যাশব্যাক অফার (জিও ফুটবল অফার)। আর এর ফলে আপনার স্মার্টফোনের দাম আরও কমে গিয়ে হয়ে যাবে মাত্র ১ হাজার ৭৯৯ টাকা।
সুইপের এই কমদামী ডুয়েল ক্যামেরা স্মার্টফোনে রয়েছে ৫ ইঞ্চি ডিসপ্লে। 1 GB RAM। অ্যান্ড্রয়েড ৭.০ নোগাট ভার্সানে চলবে ফোনটি।
এই ফোনে পাবেন ৮ জিবি স্টোরেজ। ব্ল্যাক, গোল্ড এবং সিলভার, এই তিনটি রঙে পেয়ে যাবেন ফোনটি। এতে রয়েছে ৮ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা।
৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরার সঙ্গে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে ফোনটিতে। এবং অবশ্যই ফোনটি ৪জি।