কলকাতায় পৌঁছাল করোনা ভ্যাকসিন, ট্রায়ালে প্রথম আহ্বান ফিরহাদ হাকিমের
নিজস্ব প্রতিবেদন: বাংলায় পৌঁছল করোনা ভ্যাকসিন। নাইসেডে ঢুকল ভারত বায়োটেকের তৈরি কো-ভ্যাকসিন। এরপরই নাইসেড এর তরফ থেকে ববি হাকিম কে স্বেচ্ছাসেবী হওয়ার আহ্বান করা হয়েছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, বাংলার মানুষের জন্য 'এটুকু করতে পারলে নিজেকে ধন্য মনে করব'। পরীক্ষামূলক প্রয়োগের জন্য হায়দরাবাদ থেকে আনা হয়েছে ১ হাজার টিকা।
আগামী ডিসেম্বর থেকেই শুরু হয়ে যাবে করোনা ভ্যাকসিনের তৃতীয় দফার পরীক্ষা। গোটা দেশে ২৫৮০০ জনের শরীরে প্রয়োগ করা হবে টিকা। যার মধ্যে বাংলায় ১০০০ জন।
আজ দুপুর ১টা নাগাদ কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠক হওয়ার কথা নাইসেড অধিকর্তা ও আধিকারিকদের।নাইসেড সূত্রের খবর, কলকাতায় প্রথম ভ্যাকসিন নিতে পারেন ফিরহাদ হাকিমের।
জানা গিয়েছে, ভ্যাকসিনগুলি সংরক্ষণ করা হয়েছে মাইনাস ৪ ডিগ্রি তাপমাত্রায় ১০০০ টিকা নাইসেডে সংরক্ষণ করা হয়েছে ভ্যাকসিন। পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি বা এনআইভি এবং ভারত বায়োটেকের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে কো-ভ্যাকসিন।
নাইসেডের অধিকর্তা শান্তা দত্ত বলেন, এটা থার্ড ফেসের ট্রায়াল। সবচেয়ে গুরুত্বপূর্ণ।
দেশে ২৬ হাজার মানুষের মধ্যে ট্রায়ালের দায়িত্ব পেয়েছে ২৪টি সংস্থা। তার মধ্যে নাইসেড একটা। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ট্রায়াল শুরু করে দেওয়া হবে।