নিমেষে বলে দিতে পারেন যেকোনও ঝড়ের গতিপথ, চিনে নিন ভারতের Cyclone Man-কে
নিজস্ব প্রতিবেদন: সালটা ১৯৭১। প্রবল ঘূর্ণিঝড় আছড়ে পড়ে ওড়িশায়। ব্যাপক ক্ষতিগ্রস্থ হয় উপকূলবর্তী এলাকা। ভেঙে যায় একাধিক ঘরবাড়ি। উপড়ে যায় অসংখ্য গাছ। সেদিন চোখের সামনে নিজের গ্রামকে কার্যত ধ্বংস হয়ে যেতে দেখেছিলেন ছ'বছরের এক শিশু।
সে ভয় পেয়েছিল। তবে মনে মনে হয়ত প্রতিজ্ঞাও করেছিল। প্রতিজ্ঞা করেছিল, এই পরিস্থিতির বদল ঘটাবে। বহু বছর পর তা সম্ভব হয়। সেই শিশুটাই অসম্ভবকে সম্ভব করে। ওড়িশায় আছড়ে পড়ার আগেই সে ফাইলিন ঘূর্ণিঝড়ের পুঙ্খানুপুঙ্খ গতিপথ বলে দিয়েছিল। সে পেরেছে সেটার সম্ভাব্য গতিবেগও অনুধাবন করতে। ক্রমেই ওই শিশুটা হয়ে উঠেছেন ভারতের 'সাইক্লোন ম্যান'। তিনি, ডাক্তার মৃত্যুঞ্জয় মহাপাত্র (Dr. Mrutyunjay Mohapatra)। বর্তমানে ভারতীয় আবহাওয়া দফতরের ( India Meteorological Department) যিনি ডিরেক্টর জেনারেল।
কেবল ফাইলিন নয়, তিতলি, ফণি, আয়লা, আমপান-র মতো একাধিক প্রবল ঘূর্ণিঝড়ের নির্ভুল গতিপথ বলে দিয়েছেন তিনি।
১৯৯২:পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর মৃত্যুঞ্জয় পুণের আইএমডি (IMD)-তে যোগ দেন। এর আগে ডিআরডডিও (DRDO)-তেও কাজ করেন তিনি।
বেশ কয়েক বছর আগেও হাওয়া অফিসে উন্নত যন্ত্রপাতি ছিল না। ডাক্তার মৃত্যুঞ্জয় মহাপাত্র আবহাওয়া দফতরে সেই সমস্ত যন্ত্রপাতির ব্যবস্থা করেন। একপ্রকার তাঁর হাত ধরেই আবহাওয়া দফতরের আধুনিকীকরণ হয়।
World Meteorological Organization (WMO)-রও স্থায়ী সদস্য ছিলেন ডাক্তার মৃত্যুঞ্জয় মহাপাত্র (Dr. Mrutyunjay Mohapatra)। ২০১৩ সালের জুন মাস পর্যন্ত সংস্থার এক্সিকিউটিভ কাউন্সিলেরও সদস্য ছিলেন তিনি।
২০১৬ সাল থেকে ভারতীয় আবহাওয়া দফতরের ( India Meteorological Department) ডিরেক্টর জেনারেল হিসেবে কাজ করছেন ডাক্তার মৃত্যুঞ্জয় মহাপাত্র (Dr. Mrutyunjay Mohapatra)।