Magh Purnima 2022: মাঘী পূর্ণিমায় কী করবেন, কী করবেন না? রইল এ বছরের দিনক্ষণ
নিজস্ব প্রতিবেদন: যে কোনও পূর্ণিমা তিথিতেই বাড়িতে সত্যনারায়ণ পুজো করা হয়। তবে মাঘী পূর্ণিমার (Magh Purnima 2022) সঙ্গে হিন্দু ধর্মের একটা বিশেষ যোগ রয়েছে। এই তিথির সঙ্গে কালী, বিষ্ণু এবং গৌতম বুদ্ধের নাম জড়িয়ে রয়েছে।
এ বছর ১৬ ফেব্রুয়ারি বুধবার পড়েছে মাঘী পূর্ণিমা (Magh Purnima 2022)। পুরাণ মতে, গোটা মাঘ মাসজুড়ে দরিদ্র মানুষের সেবা করা অত্যন্ত শুভ। তবে মাঘ মাসের পূর্ণিমা তিথিতে দান-ধ্যান করলে ভাগ্য না কি আরও বেশি সহায় হয়।
মাঘী পূর্ণিমা (Magh Purnima 2022) তিথিতে গঙ্গাজলে পূণ্য স্নানের পর অনেকেই দান-ধ্যান করে থাকেন। পুরাণ মতে, ওই দিন গঙ্গাজলে ভগবান বিষ্ণু বাস করেন।
মাঘী পূর্ণিমাতে (Magh Purnima 2022) কেউ কেউ তর্পন করে থাকেন।
ওই দিন কেউ বিভিন্ন খাবার, কেউ পোশাক, ঘি, কম্বল, গুড়, তিল ইত্যাদি বিতরণ করে থাকে।
তবে মাঘী পূর্ণিমাতে (Magh Purnima 2022) কয়েকটি কাজ করা একদম উচিত নয়। কথিত রয়েছে, ওই দিন জোরে কথা বলা অনুচিত। বাড়িতে লড়াই-ঝগড়া করাও উচিত নয়। গুরুজনদের অশ্রদ্ধা করবেন না।