দেশে করোনায় মৃতের সংখ্যা কমছে, নিম্নমূখী দৈনিক সংক্রমণের হারও
নিজস্ব প্রতিবেদন: বেশ কয়েকদিন করোনায় দৈনিক মৃত্যু ৫০০-র উপরে ছিল দেশে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত ৪৮০ জন। অর্থাত্ মৃতের সংখ্যা একটু হলেও কমল।
কমেছে দৈনিক সংক্রমিতের সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত ৩৭ হাজার ৯৭৫ জন।
গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৩১৪ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। দেশে সুস্থতার হার ৯৩. ৭৬ শতাংশ।
দেশে এখনও পর্যন্ত মোট আক্রান্ত ৯১ লক্ষ ৭৭ হাজার ৮৪০। সারা বিশ্বে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত ৫ কোটি ৯৫ লক্ষ ৫৭ হাজার ৪৭২।
আজ করোনা পরিস্থিতি নিয়ে ৮ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।