আটকে দেওয়া হল প্রবেশদ্বার, আমফানের জন্য চূড়ান্ত সতর্কতা দমদম বিমানবন্দরে
ঝড় থেকে বিমানবন্দরকে রক্ষা করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করল বিমানবন্দর কর্তৃপক্ষ। ঝড়ের কারণে যাতে কোনও ক্ষতি না হয় সেজন্য বিমানবন্দরের থ্রিসি প্রবেশদ্বার ছাড়া বাকি সব রাস্তা বালির বস্তা দিয়ে আটকে দেওয়া হয়।
বিমানবন্দরের কর্মীরা বুধবার প্রবেশদ্বারের দু'দিকে বালির বস্তা দিয়ে আটকে দেন। থ্রিসি প্রবেশদ্বার চেয়ার দিয়েও আটকে দেওয়া হয়েছে। এছাড়াও ট্রলি গুলি গার্ডেল দিয়ে বেধে ফেলা হয়েছে। বাকি গার্ডেল নিচে শুয়ে দেওয়া হয়েছে। সব রকম পরিস্থিতির মোকাবিলা করতে কুইক রেসপন্স দল (QRT) তৈরি রয়েছে।
এছাড়াও গ্রাউন্ড হ্যান্ডেলিং যন্ত্রপাতি সুরক্ষিতস্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। যদি কোনওরকম ভাবে বিদ্যুৎবিভ্রাট ঘটে তার জন্য পর্যাপ্ত পরিমাণে ডিজেল মজুত করা হয়েছে।
টার্মিনালের ছাদ পরিদর্শন করা হয়েছে এবং জয়েন্টস্থলগুলিকে শক্তিশালী করা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এছাড়াও বিভিন্ন সংস্থার জেট বিমান যেগুলি বিমানবন্দরে পার্ক করে রাখা হয়েছিল সেগুলি উড়িয়ে নিয়ে যাওয়া হয়।