পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট, বাংলাদেশে যশোরেশ্বরী মন্দিরে পুজো মোদীর
প্রায় ১৫ মাস পর বিদেশ সফরে গতকালই বাংলাদেশে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সফরের দ্বিতীয় দিনে ভারতের প্রধানমন্ত্রী পুজো দিলেন সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী মন্দিরে।
এরপর ওড়াকান্দিতে মতুয়াদের মন্দির দর্শন।
সাতক্ষীরার এই যশোরেশ্বরী কালি মন্দির ৫১ শক্তিপীঠের অন্যতম। এখানে দেবী সতীর হস্ত পড়েছিল বলে কথিত রয়েছে।
এদিন প্রধানমন্ত্রী দেবীকে মুকুট পরালেন, শাড়ি নিবেদন করলেন। এরপর মন্ত্রোচ্চারণের মাধ্যমে পূজার্চনা করলেন তিনি।
উল্লেখ্য, গতকাল সফরের প্রথম দিনে বাংলাদেশের জাতীয় দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন মোদী
আজ থেকে বাংলায় ভোটগ্রহণ পর্ব। এ রাজ্যে তো ঘনঘন প্রচারে আসছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। এর মাঝেই শুক্রবার গেলেন পড়শি দেশে। মোদীর বাংলাদেশ সফরসূচিতে রয়েছে বাংলার 'ভোটের গন্ধ'।