১০০ বছর পরে মহালয়ার দিনেই ঘটতে চলেছে অতি বিরল এই ঘটনা! জেনে নিন তা শুভ, নাকি অশুভ...

Soumitra Sen Tue, 03 Oct 2023-6:34 pm,

এই বছর দুটি সূর্যগ্রহণ। প্রথম সূর্যগ্রহণটি হয়েছিল এপ্রিল মাসে। দ্বিতীয় সূর্যগ্রহণ চলতি অক্টোবরে ঘটতে চলেছে।

 

আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে এই দ্বিতীয় যে সূর্যগ্রহণ হবে, তা কন্যা ও চিত্রা নক্ষত্রে হবে। 

এই গ্রহণকে বলা হচ্ছে পূর্ণগ্রাস বা কঙ্কণকৃতি সূর্যগ্রহণ। চাঁদ এবং পৃথিবীর মধ্যে দূরত্ব তখন এমন হয় যে, চাঁদ সূর্যের মাঝখানে চলে আসে।

চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে যায় তখন সূর্যের আলো পৃথিবীতে পৌঁছয় না। তখন সূর্যের চারপাশে একটি বলয় তৈরি হয়। 

হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, গ্রহণের সময়ে কোনও শুভ কাজ হয় না। হিন্দু ধর্মে গ্রহণের গুরুত্ব অপরিসীম। এ নিয়ে সংস্কারও প্রবল। 

আশঙ্কা, সূর্যগ্রহণের কারণে প্রাকৃতিক দুর্যোগের প্রকোপ বাড়বে। ভূমিকম্প, বন্যা, সুনামি হবে। রাজনীতিতে দুঃখজনক ঘটনা ঘটতে পারে। সারা বিশ্বে সীমান্ত-উত্তেজনা থাকবে। চলবে আন্দোলন, সহিংসতা, পিকেটিং, হরতাল। আবার ভালোও অনেক কিছু হবে-- যেমন রোগবালাই কমবে, কর্মসংস্থানের সুযোগ বাড়বে। 

এ বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না। টেক্সাস, মেক্সিকো থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে। আমেরিকা, কলম্বিয়া এবং ব্রাজিলের কিছু অংশ পেরিয়ে আলাস্কা ও আর্জেন্টিনা থেকেও দেখা যাবে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link