করোনার থাবায় পিছিয়ে গেছে ফ্রেঞ্চ ওপেন; সূচি মেনেই কি হবে উইম্বলডন?
করোনা ভাইরাস আতঙ্কের জন্য পিছিয়ে দিতে হয়েছে এবছরের ফরাসি ওপেন।
রোলা গারোঁয় ২৪ মে থেকে ৭ জুন ফরাসি ওপেন হওয়ার কথা ছিল। কিন্তু টুর্নামেন্ট আয়োজকরা বছরের দ্বিতীয় গ্র্যান্ডস্ল্যামকে পিছিয়ে দিয়েছেন সেপ্টেম্বর-অক্টোবরে। ২০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর হবে ফ্রেঞ্চ ওপেন।
তবে নির্ধারিত সূচি মেনেই উইম্বলডন হবে বলে ইঙ্গিত দিল কর্তৃপক্ষ। ২৯ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত উইম্বলডন হওয়ার কথা।
উইম্বলডনের সময় করোনার প্রকোপ কমে যাবে বলে আশাবাদী উইম্বলডন কর্তৃপক্ষ। তাই এখনই উইম্বলডনকে পিছিয়ে দেওয়ার কোনও ভাবনাচিন্তা নেই কর্তৃপক্ষের।
তবে পরিস্থিতি জটিল হলে উইম্বলডনের মতো অভিজাত টুর্নামেন্ট পিছিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।