সবুজ গ্রামকে ছুঁতে পারেনি করোনার থাবা, ভাইরাসহীন মুক্ত বাতাস সদা বহমান
যখন সারা বিশ্ব করোনা অতিমারীতে বিপর্যস্ত তখনও প্রকৃতির কোলে অবস্থিত দু'একটি গ্রামে থাবা বসাতে পারেনি করোনা।
এই সব গ্রামে গ্রামবাসীদের মুখে নেই মাস্ক, এঁরা জানেন না স্যানিটাইজার কী বস্তু।
সমুদ্রতল থেকে ৬২০১ ফিট উপরে অবস্থিত গরুবাথান ব্লকের গ্রাম ঝান্ডি এবং সুন্তালে। করোনা আবহাওয়ায় এখানে থাবা বসাতে পারেনি এই মারণ ভাইরাস ।
জায়গাটা নিরাপদ দেখে এখানেই তাই নিভৃতবাসে চলে আসছেন কোনও কোনো শহরবাসী। যেমন, দু'মাস ধরে কলকাতার একটি পরিবার এই গ্রামে এসে স্বাভাবিক জীবনযাপন করছে। শুধু তাঁরাই নন, আরও কিছু কিছু মানুষ এই গ্রামে এসে রয়েছেন।
তাঁদের বক্তব্য, যখন কলকাতা-সহ উত্তরবঙ্গে করোনাগ্রাফ ঊর্ধ্বমুখী তখন তাঁরা একটু ভয়ই পেয়ে গিয়েছেন। তাই নিরাপদে থাকতে চলে এসেছেন এই পাহাড়ি গ্রামে। এখানে মানুষের জীবনযাপন পদ্ধতি শহরের থেকে আলাদা। অনেক বেশি প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে।
এই সব মানুষ এই গ্রামের সৌন্দর্যে মজে গিয়েছেন। তাঁরা আর যেতে চাইছেন না গ্রামটি ছেড়ে। এত মিষ্টি একটি গ্রাম ছেড়ে ব্যস্ত শহরে ফিরতে আর মন চাইছে না।
তবে করোনার প্রকোপ কমলেই আবার ফিরতে হবে তাঁদের কলকাতায়, শহরে, কর্মস্থলে। সঙ্গে থেকে যাবে স্মৃতি, সবুজে ভরা গ্রামপ্রকৃতির মায়ামুগ্ধতা, আর অপার শান্তি।