বন্ধুর Netflix পাসওয়ার্ড ব্যবহারের সুখের দিন শেষ হতে চলেছে
নিজস্ব প্রতিবেদন: বন্ধুর থেকে নেটফ্লিক্সের পাসওয়ার্ড নিয়ে জমিয়ে সিনেমা ওয়েব সিরিজ দেখার দিন শেষ। কারণ, আগামী দিনে এই বিষয়ে একটি নতুন ফিচার আনতে চলেছে নেটফ্লিক্স।
নেটফ্লিক্স প্ল্যাটফর্মের পাসওয়ার্ড শেয়ার করার সুবিধা রয়েছে। সেই সুবিধাই তুলে নিতে পারে নেটফ্লিক্স। একটি অ্যাকাউন্ট থেকে অনেকে মিলে দেখা সুবিধা আর থাকবে না বলে জানা যাচ্ছে।
নেটফ্লিক্স ব্যবহারকারীর কাছে নোটিস পাঠিয়ে নেটফ্লিক্স জানতে চেয়েছে, তাঁরা অন্য কারও কাছ থেকে পাসওয়ার্ড নিয়ে এই ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহার করছেন কিনা। যদি করে থাকেন তাহলে তা না করার নির্দেশও দেওয়া হয়েছে।
অন্যদিকে নেটফ্লিক্স থেকে জানানো হয়েছে, তারা যেন পাসওয়ার্ড অন্য কারর সঙ্গে শেয়ার না করে। কোনও বন্ধুর অ্যাকাউন্টের পাসওয়ার্ড ব্যবহার করলে তার নোটিফিকেশন পৌঁছে যাবে বন্ধুর কাছে।
যদি ঘনিষ্ঠ কেউ অ্যাকাউন্ট ব্যবহার না করে তাঁকে বার বার করে নতুন অ্যাকাউন্ট তৈরি করার পপ -আপ পাঠাচ্ছে নেটফ্লিক্স।