সোমনাথের শেষ যাত্রাপথ, দেখুন ছবিতে
সোমবার সকাল ৮টা নাগাদ দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়ের।
খবর পাওয়ার পর তড়িঘড়ি ওই হাসপাতালে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল থেকে বেরিয়ে বেলা ১১টা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, সোমনাথবাবুকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে।
হাসপাতাল থেকে দুপুর দেড়টা নাগাদ সোমনাথবাবুর দেহ নিয়ে শোভাযাত্রা রওনা হয়।
সেখান থেকে তা যায় কলকাতা হাইকোর্টে। সেখানে প্রায় মিনিট পঁয়তাল্লিশ মরদেহ শায়িত থাকে।
এর পর সোমনাথবাবুর মরদেহ রাখা হয় বিধানসভা ভবনে। সেখানেই তাঁকে গান স্যালুট দেওয়া হয়।
বিধানসভা ভবনে সোমনাথ চট্টোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
বিধানসভা থেকে সোমনাথবাবুর মরদেহ নিয়ে শোভাযাত্রা যায় রাজা বসন্ত রায় রোডে তাঁর বাড়িতে। কান্নায় ভেঙে পড়েন তাঁর স্ত্রী।
বাসভবন থেকে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে এসএসকেএম হাসপাতালে। দেহ দানের প্রক্রিয়া সেখানেই সম্পন্ন হবে।