এক ডজন নারী ও রোনাল্দিনহো (দেখুন ছবি)

Fri, 25 May 2018-10:58 am,

শিনেমা কাপ্রিসো- এই আর্জেন্টিনীয় মডেল তথা টেলিভিশন সঞ্চালিকার সঙ্গে বিয়ে করার পরিকল্পনা করলেও সিদ্ধান্ত বদল করেন রোনাল্দিনহো।

ভানেসা তাসকুয়েতা- ডিস্কো জকি ভেনেসা তাসকুয়েতার প্রেমেও হাবুডুবু খেয়েছেন রোনাল্দিনহো।

শায়ানে সেজারিও- এই ব্রাজিলীয় সাম্বা ডান্সারের সঙ্গেও নাম জড়িয়েছে রোনাল্দিনহোর।

সারা তোমাসি- ব্রাজিলিয়ান এই পর্ন তারকার সঙ্গেও সম্পর্ক ছিল ব্রাজিলীয় ফুটবল তারকা রোনাল্দিনহোর।

মারিয়ানা দে মেলো- আর্জেন্টিনার এই মডেলের সঙ্গে ২০০৭ সালে নাম জড়িয়েছিল রোনাল্দিনহোর। এই  মডেলের জন্যই না কি বারেবারে স্পেন থেকে আর্জেন্টিনা চলে আসতেন ব্রাজিলীয় ফুটবল তারকা।

মারিয়া লোপেজ- ২০০৯ সালে চিলির এই মডেলের সঙ্গে সম্পর্ক হয়েছিল রোনাল্দিনহোর।

জেলেনা মার্কোভিচ- ২০০৯ থেকে ২০১৫ পর্যন্ত এই তারকা মডেলের সঙ্গেই সম্পর্ক ছিল রোনাল্দিনহোর।

জানাইনা নাতালি মেন্দেস- ২০০৪ সালে জানাইনা মেন্দেসকে বিয়ে করেন ব্রাজিলীয় ফুটবল তারকা রোনাল্দিনহো। ২০০৫ সালে রোনাল্দিনহো পুত্রের জন্ম দেন জানাইনা মেন্দেস। ২০০৭ সালে ভেঙে যায় রোনাল্দিনহো- জানাইনা মেন্দেসের সম্পর্ক।

জ্যাকলিন ওলিভেরা- ২০১৩ সালে মিস ব্রাজিল হন জ্যাকলিন ওলিভেরা। এরপরের বছরই না কি ওলিভেরার সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিলেন  ব্রাজিলীয় ফুটবল তারকা।   

আলেজান্দ্রা পারেসাঁ- আলেজান্দ্রা একজন ফরাসি মডেল। শোনা যায় ২০০৬ বিশ্বকাপে তাঁর জন্যই না কি পারফরম্যান্স খারাপ হয় রোনাল্দিনহোর।

বিত্রিজ ও প্রিসিলাকে একদিনেই বিয়ে করলেন রোনাল্দিনহো।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link