কোনটি বিশ্বের সব চেয়ে ব্যয়বহুল শহর? ভারতের কোন তিন নগর বিশ্বে সস্তাতম জানেন?

Soumitra Sen Sat, 03 Dec 2022-5:59 pm,

২০২২ সালের সবচেয়ে ব্যয়বহুল ১০ শহরের তালিকা দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে সিঙ্গাপুর এবং নিউ ইয়র্ক। 

এর পরে আছে-- ইজরায়েলের তেল আভিভ, চিনের হংকং,  মার্কিন যুক্তরাষ্ট্র লস অ্যাঞ্জেলস। 

বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকায় রয়েছে-- সুইজারল্যান্ডের জুরিখ ও জেনেভা, মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো,  প্যারিস, কোপেনহাগেন, ডেনমার্ক এবং সিডনি!

এবার দেখে নেওয়া যাক এই বছরের সবচেয়ে সস্তা ১০ শহরের তালিকা। সেই তালিকায় রয়েছে কলম্বো (শ্রীলঙ্কা), আলমাটি (কাজাখিস্তান), করাচি (পাকিস্তান)-র নাম।

সস্তা শহরের তালিকায় রয়েছে উজবেকিস্তানের তাশখন্দ, তিউনিস, তেহরান।

সব চেয়ে কৌতূহলোদ্দীপক হল, ভারতের নিরিখে যেসব শহরগুলি একটু কস্টলি, বিশ্বের নিরিখে সেগুলিই অনেক সস্তা। যেমন-- বেঙ্গালুরু, চেন্নাই এবং আহমেদাবাদ!

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link