শিল্পা শেঠির বিলাসবহুল বাংলোর অন্দরমহলের ছবি দেখেছেন?
অতিথিদের জন্য বসবার জায়গা।
বাড়িতে প্রবেশদ্বার।
বসবার জায়গা।
শোবার ও বসবার ঘরের মাঝের কিছু অংশ।
শিল্পা ও রাজ কুন্দ্রার শোবার ঘর।
খাবার ঘর।
পরিবারের সদস্যদের একান্তে গল্প করার জায়গা।
বাড়িতে রয়েছে মন্দির।
প্রকৃতির কাছাকাছি শিল্পার বাড়ি।
বাড়িতে রয়েছে বার।