৫৩-তে পড়লেন মাধুরি, `ধকধক গার্লের` জন্যই কি সঞ্জয়-রিচার সংসারে ভাঙন ধরে?
৫৩-তে পড়লেন মাধুরি দিক্ষিত। ১৫ মে ছিল মাধুরি দিক্ষিতের জন্মদিন
বলিউডের ধকধক গার্ল যখন ৫৩-তে পড়লেন, তখনও তাঁকে নিয়ে একাধিক গুঞ্জন অব্যাহত। যার মধ্যে অন্যতম মাধুরি দিক্ষিতের সঙ্গে সঞ্জয় দত্তের সম্পর্কের টানাপোড়েন। বি টাউনে কান পাতলে এখনও শোনা যায় যার রেশ
বলিউডে আসার পর সাজন থেকে থানেদার কিংবা খলনায়ক,কানুন আপনা আপনা,মহান্ত, সাঁয়বা-সহ একাধিক ছবিতে একসঙ্গে অভিনয় করেন সঞ্জয় দত্ত এবং মাধুরি দিক্ষিত। ওই সময় থেকেই শোনা যায়, সঞ্জয়-মাধুরি একে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। তবে বিষয়টি নিয়ে কেউ মুখ খোলেননি
মাধুরি একটি ম্যাগাজিনের সাক্ষাতকারে শুধু বলেন, সঞ্জয় দত্ত তাঁকে সব সময় হাসান। তাঁর জীবনের অন্যতম প্রিয় মানুষ হলেন সঞ্জয়। যিনি তাঁকে হাসিয়ে জোকারের কাজ করেন। তবে সম্পর্ক নিয়ে মাধুরি কোনও মন্তব্য করেননি। ওই সময় অনেকেই মন্তব্য করতে শুরু করেন, সঞ্জয় এবং মাধুরি বোধ হয় নতুন করে সংসার পেতেই ফেলবেন
তবে খলনায়কের পরিচালক সুভাষ ঘাই জানতেন, সঞ্জয় দত্ত এবং মাধুরি দিক্ষিত কোনওদিন সংসার পাতবেন না। সঞ্জয় কোনওদিনই মাধুরিকে বিয়ে করবেন না।
সঞ্জয় এবং মাধুরির সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন শুরু হলে, নিউ ইয়র্ক থেকে ফিরে আসেন মুন্নাভাইয়ের প্রথম স্ত্রী রিচা শর্মা। মেয়ে ত্রিশলাকে নিয়ে ওই সময় বিদেশ থেকে সঞ্জয়ের কাছে ফিরে আসেন রিচা। তিনি জানান, সঞ্জয় এবং তিনি একে অপরের সঙ্গে অনেকদিন দূরে থেকেছেন। তাই এবার ভালবাসার মানুষকে ফিরে পেতে চান। সঞ্জয় কখনওই তাঁর সঙ্গে বিচ্ছেদ চান না বলে জানিয়েছেন। তাই সঞ্জয় আবার নতুন করে তাঁর কাছে ফিরে আসবেন বলেও আশা পর্কাশ করেন রিচা
তবে রিচার ওই মন্তব্যের ১১ দিন পরই তিনি ফের নিউ ইয়র্কে ফিরে যান এবং স্পষ্ট জানান, ভবিষ্যতে যা হবে, মেনে নেবেন তিনি। এই নিয়ে তাঁর কোনও আফশোষ নেই। রিচা নিউ ইয়র্কে ফেরার পর তাঁর বোন এনা শর্মা মুখ খোলেন। মাধুরিকে তিনি অমানবিক বলে আখ্যা দেন। শুধু তাই নয়, মাধুরি ইচ্ছে করলেই যে কোনও কাউকে নিজের জীবনে পেতে পারেন। কিন্তু কেন তিনি সঞ্জয়ের মতো একজন বিবাহিত পুরুষের দিকে ঝুঁকছেন তা নিয়েও প্রশ্ন তোলেন এনা। যদিও এরপর বেআইনি অস্ত্র আইন মামলা-সহ একাধিক মামলায়সঞ্জয়ের নাম জড়ানোয়, তাঁর জীবন থেকে চিরতরের জন্য বেরিয়ে যান মাধুরি দিক্ষিত