Bohurupi:`বহুরূপী` চেনাবে শ্রেষ্ঠাকে, বসন্তের বিয়ে দিচ্ছেন ননিচোরা বাউল!

Fri, 13 Sep 2024-7:29 pm,

এই ছবির হাত ধরে অন্য ধাঁচের গল্প বলতে চলেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায়। ৷ 8 অক্টোবর প্রেক্ষাগৃহে দেখা যাবে এই সিনেমা ৷

আজ বসন্তের গায়ে হলুদ, কাল বসন্তের বিয়া গো, শিমুল পলাশ সাজবে আজি নাকে নোলক দিয়া।' গানের সঙ্গে ফুটে উঠল শিবপ্রসাদ ও কৌশানী মুখোপাধ্যায় বিয়ের দৃশ্য ৷ ইতি মধ্য়ে মুক্তি পেল ছবির প্রথম গান। গানটি মুক্তির পর সোশাল মিডিয়ায় ভালোবাসা বাড়তে থাকে দর্শকদের।

 

 গানে কণ্ঠ দিয়েছেন ননীচোরা দাস বাউল, শ্রেষ্ঠা দাস ও বনি চক্রবর্তী, কথা লিখেছেন ননীচোরা দাস বাউল নিজেই।

পশ্চিমবঙ্গে বহুরূপী লোকশিল্পী। ঠিক যেমন ভাবে কিছু প্রাণী বিলুপ্তির পথে তেমনই বহুরূপীও।

 

পরিচালক নন্দিতা রায় ছবিটি সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "বহুরূপী আমাদের দীর্ঘ ১০ বছরের পরিকল্পনার ফল এবং এর শ্যুটিং হয়েছে ৮৪ টি ভিন্ন জায়গায় মাত্র ৩৪ দিনে। অ্যাকশন ধারার সমস্ত সীমা ছাড়িয়ে দর্শকদের এক অসাধারণ সিনেমাটিক অভিজ্ঞতা দেওয়াই আমাদের লক্ষ্য ছিল।"  

শিবপ্রসাদ মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় এই গান নিয়ে লেখেন, "ইনি শ্রেষ্ঠা। আমাদের ‘বহুরূপী’ সিনেমায় এনার গান আপনারা শুনতে পাবেন। প্রথমবার ইনি সিনেমাতে প্লে-ব্যাক করছেন। বহুরূপী সিনেমায় এনার তিনটি গান আছে। প্রথম সিনেমাতেই তিনটি গান গাওয়ার সুযোগ খুব বিরল।

আরও বলেছেন  ওনার সঙ্গে আমার পরিচয় সেভাবে হয়নি। গতকাল ওঁকে আমি চোখে দেখেছি। সংগীত পরিচালক বনি চক্রবর্তী শ্রেষ্ঠাকে দিয়ে গান গাইয়ে আমার কাছে পাঠিয়েছিলেন। আমাদের ওঁর গলা ভাল লাগে। ওঁর গলা দিয়েই আমি ওঁকে চিনেছিলাম। ঠিক যেমন 'তুমি যাকে ভালবাসো'। 'প্রাক্তন' সিনেমায় অনুপম রায় আমাকে ভয়েস স্যাম্পেল পাঠিয়েছিলেন। পরে জেনেছিলাম উনি ইমন চক্রবর্তী। বাকিটা ইতিহাস।

 

ঠিক তেমন ভাবেই শ্রেষ্ঠাকে আমরা চিনলাম। সচরাচর কোন গায়িকা গাইবেন সে বিষয়ে আমাদের খুব একটা সিদ্ধান্ত থাকে না। সংগীত পরিচালকের সঙ্গে আলোচনা করেই আমরা সিদ্ধান্ত নিই। শ্রেষ্ঠার গান আপনাদের ভাল লাগবে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এবং বাংলা সংগীত জগত পাবে এক নতুন প্লে-ব্যাক সিঙ্গারকে।" 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link